তোমায় মনে পড়ে কারনে অকারনে।চোখ খুললে আবার চোখ বন্ধ করলে।আবার ঘুম ভাঙলে।যখন নিশ্বাস নিই তখন।যখন খেতে বসি তখন।যখন গান শুনি তখন।সবসময়।কারনে আমার সবটা জুড়ে শুধু তুমি।আমার সারাদিনের সবকিছুর সাথে তুমি জড়িয়ে আছো।
মিস করি খুব।যখন মেঘ করে বৃষ্টি নামে।আর যখন বিজলি চমকায়।কল্পনা করি হয়তো তুমি থাকলে আমায় জড়িয়ে ধরতে।আবার যখন রাস্তা দিয়ে যাই।ভেলপুরি,ফুচকা দেখলে তোমায় মনে পড়ে।খুব মিস করি।হাসি থেমে যায়।নিস্তব্ধ দিয়ে রই।আকাশপানে তাকাই।একটা নিশ্বাস ফেলে আবার পথ চলি।
যখন বাসে চড়ি।তখন পাশের সিটে তাকালে তোমায় মিস করি।আচমকা তোমায় ডাক দিয়ে উঠি।যখন রাস্তায় হাটি।তখন যে পাশটায় গাড়ি চলে অই পাশ ধরে হাটি কারন তুমি যে ফুটপাতের রাস্তা দিয়ে আমার হাত ধরে হাটবে।একটু পর মনে হয় নাহ,তুমি আমার মনে-প্রানে-নিশ্বাসের সাথে আছো।বাস্তবে আমার পাশে নিই।তখন আবার হাটতে শুরু করি।আর ভাবি।সবার জীবন থেকে এইদিকটা দিয়ে কত আলাদা আমার জীবন।আর পা বাড়াই।
যখন কোনো জায়গায় বসি,মনে হয় তুমিও আমার পাশে আমার সাথেই বসেছো।একটু পর বুঝতে পারি,নাহ!আমি একাই বসেছি।আবার হাটি।এ পথ চলার যেন কোনো শেষ নেই।
যখন হঠাৎ ফোনে কল আসে,মেসেজ আসে ভাবি হয়তো তুমি!কিন্তু পরে দেখি নাহ।অন্য কেউ।কল ধরার/মেসেজ পড়ার আগ্রহ হারিয়ে ফেলি।তবু রিসিভ করি আবার কখনো করি না।আর দিন শেষে যখন বিছানায় যাই মনে হয় তুমি আমার পাশেই আছো।এবার আর ভাবি না যে তুমি আমার পাশে নেই।কারন এ ভাবনাটা চলে আসলে যে রাতে এক ফোটাও ঘুম আসবে না।আবার ভোর হয় আবার রাত।এভাবেই যাচ্ছে দিন যাচ্ছে সময়।
ওয়াও অনেক সুন্দর একটা গল্প। আমার অনেক ভালো লেগেছে আপনার লেখা এই গল্পটি পড়ে। অন্যদেরও নিশ্চই অনেক ভালো লাগবে।