যেকোনো কিছুতে সফলতা লাভের পূবে সে সম্পর্কে যত জানা সম্ভব হয় ততোই দ্রুত কাংখিত স্থানে যাওয়া সহজ হয়।
তেমনি রিড ক্যাশে কাজ করতে হলে কিছু বিষয় জানা খুব জরুরি।নিচে তা তুলে ধরা হলোঃ
করনীয়
১| আগ্রহঃ পাঠকদের আগ্রহ আছে এমন পোস্ট/আর্টিকেল লিখতে হবে।
২| নিয়মিতঃ অবশ্যই লেখা গুলো হতে হবে নিয়মিত সেটা হতে পারে প্রতিদিন/সাপ্তাহিক/মাসিক। অর্থাৎ প্রতিদিন লেখার মাধ্যমে সপ্তাহে কাজ চালিয়ে যেতে হবে,আর এভাবে মাস/বছর চলতে থাকবে।কাজ থামিয়ে ফেলা যাবে না।
৩| কার্যক্রমঃ এমন কিছু করতে হবে যাতে সাবস্ক্রাইবরা আপনার পোস্টে কোনো কার্যক্রম চালিয়ে যায়।অর্থাৎ আপনার পোস্টে লাইক,কমেন্ট আর আপনার লেখা আর্টিকেলগুলোতে ক্লিক করে যেন পড়ে এমন কিছু করতে হবে।
৪| পড়ার মত/ভুল ত্রুটিঃ আপনার আর্টিকেলগুলো পড়ার মত হতে হবে এবং যেন গ্রামাটিকেলি কোনো ভুল না থাকে।
৫| ধৈর্যঃ লেখালেখিতে অনেক ধৈর্য লাগে।তাই লেখালেখি করে সফলতা লাভ করতে হলে ধৈর্য্য ধারন করতে হবে।
৬|প্রমোটঃ দ্রুত সময়ে ভাল কিছু করতে হলে পোস্ট প্রমোট করা যেতে পারে।তবে প্রমোট ছাড়াও অন্যান্য দিকগুলো যথাযথ থাকলে সামান্য দেরি হলেও ভাল কিছু করা সম্ভব।
৭| ভাষাঃ লেখালেখিতে ভাষা কোনো ব্যাপার না।যে ভাষায় ভালো পারদর্শী সে ভাষাতেই লেখা যাবে।এক্ষেত্রে বাংলা ভাষাতেও লেখা যাবে।তবে ইংরেজিতে লিখলে লেখা গুলো বেশি মানুষের কাছে পৌছানো সম্ভব।
বর্জনীয়
১| টপিকঃ এমন কোনো বিষয়ে লেখা যাবে না যা হাজার হাজার মানুষ ইতিমধ্যে লিখেছে।
২| কপিঃ অন্য কারো পোস্ট কপি করা যাবে না।
খুব গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করেছেন।আশা করি সবাই উপকৃত হবে।অনেক ধন্যবাদ।