জীবের পানির প্রয়োজনীয়তা অপরিসীম।খাবার একটু কম বা না খেয়ে থাকলেও সমস্যা নেই।কিন্তু পানি ছাড়া একদিনও থাকা সম্ভব নয়।জীবের পানির গুরুত্ব হলোঃ
বেচে থাকাঃ বেচে থাকার জন্য পানির প্রয়োজন।পানি ছাড়া কোনো জীবই বাচতে পারে না।
খাদ্য পরিপাকঃ খাদ্য পরিপাকের জন্য পানির প্রয়োজন।পানি ছাড়া খাদ্য হজম হয় না।
রান্নাঃ জীবের খাদ্য তৈরির জন্য চাই পানি।পানি ছাড়া খাদ্য তৈরি করা যায় না।
পুষ্টি পরিবহনঃ পানি জীব দেহের পুষ্টি পরিবহন করে।
উদ্ভিদের দেহ গঠনঃ উদ্ভিদের দেহের প্রায় ৯০ ভাগ পানি।
তাপমাত্রাঃ পানি জীব দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে।
উদ্ভিদের খাদ্য তৈরিঃ উদ্ভিদের খাদ্য তৈরিতে পানির প্রয়োজনীয়তা অপরিসীম।
চলাচলের মাধ্যমঃ মাছের চলাচলের একমাত্র মাধ্যম পানি।
বংশবিস্তারঃ পানি মাছের বংশবিস্তারে সাহায্য করে।
আবাসস্থলঃ অনেক পোকামাকড় আর কীটপতঙ্গ এর আবাসস্থল হলো পানি।
লতা-গুল্মঃ অনেক লতা-গুল্ম যেমনঃকলমি,হেলেঞ্চা,টোপা পানা,কচুরিপানার আবাসস্থল একমাত্র পানি।
এছাড়াও জীবের প্রতিটি ক্ষেত্রে পানির প্রয়োজনীয়তা রয়েছে।
হুম, ঠিক৷ পানি আমাদের জীবনের জন্য অত্যাবশকীয়। পানি ছাড়া জীব-জন্তু কোনো কিছুই বাচতে পারেনা। আর তাই বলা হয় পানির অপর নাম জীবন৷