জীবের জন্য পানি

23 130
Avatar for Jewel
Written by
4 years ago

জীবের পানির প্রয়োজনীয়তা অপরিসীম।খাবার একটু কম বা না খেয়ে থাকলেও সমস্যা নেই।কিন্তু পানি ছাড়া একদিনও থাকা সম্ভব নয়।জীবের পানির গুরুত্ব হলোঃ

বেচে থাকাঃ বেচে থাকার জন্য পানির প্রয়োজন।পানি ছাড়া কোনো জীবই বাচতে পারে না।

খাদ্য পরিপাকঃ খাদ্য পরিপাকের জন্য পানির প্রয়োজন।পানি ছাড়া খাদ্য হজম হয় না।

রান্নাঃ জীবের খাদ্য তৈরির জন্য চাই পানি।পানি ছাড়া খাদ্য তৈরি করা যায় না।

পুষ্টি পরিবহনঃ পানি জীব দেহের পুষ্টি পরিবহন করে।

উদ্ভিদের দেহ গঠনঃ উদ্ভিদের দেহের প্রায় ৯০ ভাগ পানি।

তাপমাত্রাঃ পানি জীব দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে।

উদ্ভিদের খাদ্য তৈরিঃ উদ্ভিদের খাদ্য তৈরিতে পানির প্রয়োজনীয়তা অপরিসীম।

চলাচলের মাধ্যমঃ মাছের চলাচলের একমাত্র মাধ্যম পানি।

বংশবিস্তারঃ পানি মাছের বংশবিস্তারে সাহায্য করে।

আবাসস্থলঃ অনেক পোকামাকড় আর কীটপতঙ্গ এর আবাসস্থল হলো পানি।

লতা-গুল্মঃ অনেক লতা-গুল্ম যেমনঃকলমি,হেলেঞ্চা,টোপা পানা,কচুরিপানার আবাসস্থল একমাত্র পানি।

এছাড়াও জীবের প্রতিটি ক্ষেত্রে পানির প্রয়োজনীয়তা রয়েছে।

8
$ 0.00
Sponsors of Jewel
empty
empty
empty
Avatar for Jewel
Written by
4 years ago

Comments

হুম, ঠিক৷ পানি আমাদের জীবনের জন্য অত্যাবশকীয়। পানি ছাড়া জীব-জন্তু কোনো কিছুই বাচতে পারেনা। আর তাই বলা হয় পানির অপর নাম জীবন৷

$ 0.00
4 years ago

বিশুদ্ধ পানির অপর নাম জীবন 😁

$ 0.00
4 years ago

Ai artical thaka onak kichu jante parlam vaiya onak kichu ojana chilo ja jane valoi lagto sotti manob jibonr panir gurrutto onak

$ 0.00
4 years ago

Thank you apu 😊

$ 0.00
4 years ago

এক কথায় বলা যায়, পানির অপর নাম জীবন। পানি ছাড়া আমরা বেঁচে থাকতে পারবো না। শুধু মানুষ না, প্রত্যেকটি জীবকুলের জন্য পানি অত্যাবশ্যকীয়।

$ 0.00
4 years ago

হুম।অক্সিজেন যতটা প্রয়োজন,পানিও ঠিক ততোটা প্রয়োজন।

$ 0.00
4 years ago

হ্যা। অক্সিজেন এবং পানি উভয়ই খুবই প্রয়োজনীয়। এদের কোনোটি ছাড়া প্রাণী তথা জীবকুল বেঁচে থাকতে পারে না।

$ 0.00
4 years ago

ঠিক বলেছেন।পানিতে দ্রবীভূত অক্সিজেন না থাকলে পানি খেয়েও আমাদের কোনো কাজে আসতো না।

$ 0.00
4 years ago

হ্যা, অবশ্যই।

$ 0.00
4 years ago

হুম

$ 0.00
4 years ago

ধন্যবাদ এটি এত সুন্দর করে উপস্থাপন করার জন্য।

$ 0.00
4 years ago

সবই আপনাদের দোয়া আর অনুপ্রেরণায় 💞

$ 0.00
4 years ago

আপনার লেখার কৃতিত্ব এখানে বেশি।☺

$ 0.00
4 years ago

তারপরও আপনাদের সাপোর্টও কম নয়!😊

$ 0.00
4 years ago

আপনি আরো ভালো ভালো লেখা আমাদের সাথে শেয়ার করেন, আমরা আপনাকে সবসময় সাপোর্ট করি।

$ 0.00
4 years ago

পানির অপর নাম জীবন।ছোট্টবেলায় পাঠ্যবইয়ে অনেক পড়েছি।

$ 0.00
4 years ago

হুম,ঠিক বলেছেন।

$ 0.00
4 years ago

জ্বি ভাইয়্যা

$ 0.00
4 years ago

Donnobad ato guruttopurno totho gulo amadar satha sher korar jonno

$ 0.00
4 years ago

আপনাকেও ধন্যবাদ

$ 0.00
4 years ago

পানির অপর নাম জীবন। তাই আমাদের উচিত পানিকে অপচয় না করা।

$ 0.00
4 years ago

পানি অপরিসীম হলেও বিশুদ্ধ পানি কিন্তু লিমিটেড।এখনো বন্যার সময় আর বছরের অন্যান্য সময় ঢাকাসহ অন্যান্য অনেক জেলায় বিশুদ্ধ পানির অভাব দেখা দেয়।

$ 0.00
4 years ago

বেঁচে থাকার জন্য প্রত্যেকটা মানুষের যেমন পানির প্রয়োজন তেমনি কোন উদ্ভিদ বা প্রাণী পানি ছাড়া বেঁচে থাকতে পারে না।

$ 0.00
4 years ago