মানুষের প্রতিটি ক্ষেত্রে জ্ঞানের প্রয়োজন।আর বর্তমানে সমসাময়িক প্রতিটি কাজে জ্ঞান অপরিহার্য।আর সেই জ্ঞান যদি শুধুমাত্র বই কেন্দ্রিক বা বইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে তবে বাহ্যিকভাবে যখন সে জ্ঞানের প্রয়োগ প্রয়োজন তখন সে জ্ঞান কাজে আসে না।
তাই আমাদের জ্ঞান মুখস্ত নির্ভর না হয়ে সৃজনশীল হওয়া প্রয়োজন যেন পরিবর্তিত পরিস্থিতিতে জ্ঞান ব্যবহার করে কাজ করা যায়।তেমনি টাকা আমাদের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজন।সেই টাকা যদি কাজের সময় নিজের হাতে না থাকে তাহলে সেই অর্থেরও কোনো মূল্য নেই।তাই বুঝে পড়ার অভ্যাস করতে হবে।
আর আমাদের শিক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে হবে।যেন শিক্ষার্থীদের সেই পড়া,জ্ঞান আয়ত্ত করতে পারে আর ব্যবহার করতে পারে।মুখস্ত নির্ভর জিনিস ক্ষনস্থায়ী।কিছুক্ষন পর ত আর কাজে আসে না।ভুলে যায়।তাই এ ধরনের জ্ঞানের চেয়ে মূর্খতাই ভাল।
মুখস্ত করে হয়তো অনেক বড় বড় ডিগ্রি অর্জন করা সম্ভব কিন্তু বাস্তবিক কাজের ক্ষেত্রে সে জ্ঞান কাজে আসে না।কথায় আছে, "বিদ্যার সাথে সম্পর্কহীন জীবন অন্ধ,জীবনের সাথে সম্পর্কহীন বিদ্যা পঙ্গু।"
তাই যেহেতু মানবজীবনে শিক্ষা আর অর্থ দুটোরই প্রয়োজন রয়েছে তাই খেয়াল রাখতে হবে যেন তা সময়মত ব্যবহার করা যায়।
হুম, একদম ঠিক বলেছেন আপনি ভাইয়া। মুখস্থ বিদ্যা কখনোই প্রকৃত বিদ্যা নয়। যদি প্রয়োজনে শিক্ষাকে কাজেই না লাগানো যায় তাহলে এমন শিক্ষার কোনো মূল্যই নেই।