গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন,নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন

21 138
Avatar for Jewel
Written by
3 years ago

মানুষের প্রতিটি ক্ষেত্রে জ্ঞানের প্রয়োজন।আর বর্তমানে সমসাময়িক প্রতিটি কাজে জ্ঞান অপরিহার্য।আর সেই জ্ঞান যদি শুধুমাত্র বই কেন্দ্রিক বা বইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে তবে বাহ্যিকভাবে যখন সে জ্ঞানের প্রয়োগ প্রয়োজন তখন সে জ্ঞান কাজে আসে না।

তাই আমাদের জ্ঞান মুখস্ত নির্ভর না হয়ে সৃজনশীল হওয়া প্রয়োজন যেন পরিবর্তিত পরিস্থিতিতে জ্ঞান ব্যবহার করে কাজ করা যায়।তেমনি টাকা আমাদের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজন।সেই টাকা যদি কাজের সময় নিজের হাতে না থাকে তাহলে সেই অর্থেরও কোনো মূল্য নেই।তাই বুঝে পড়ার অভ্যাস করতে হবে।

আর আমাদের শিক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে হবে।যেন শিক্ষার্থীদের সেই পড়া,জ্ঞান আয়ত্ত করতে পারে আর ব্যবহার করতে পারে।মুখস্ত নির্ভর জিনিস ক্ষনস্থায়ী।কিছুক্ষন পর ত আর কাজে আসে না।ভুলে যায়।তাই এ ধরনের জ্ঞানের চেয়ে মূর্খতাই ভাল।

মুখস্ত করে হয়তো অনেক বড় বড় ডিগ্রি অর্জন করা সম্ভব কিন্তু বাস্তবিক কাজের ক্ষেত্রে সে জ্ঞান কাজে আসে না।কথায় আছে, "বিদ্যার সাথে সম্পর্কহীন জীবন অন্ধ,জীবনের সাথে সম্পর্কহীন বিদ্যা পঙ্গু।"

তাই যেহেতু মানবজীবনে শিক্ষা আর অর্থ দুটোরই প্রয়োজন রয়েছে তাই খেয়াল রাখতে হবে যেন তা সময়মত ব্যবহার করা যায়।

10
$ 0.00
Sponsors of Jewel
empty
empty
empty
Avatar for Jewel
Written by
3 years ago

Comments

হুম, একদম ঠিক বলেছেন আপনি ভাইয়া। মুখস্থ বিদ্যা কখনোই প্রকৃত বিদ্যা নয়। যদি প্রয়োজনে শিক্ষাকে কাজেই না লাগানো যায় তাহলে এমন শিক্ষার কোনো মূল্যই নেই।

$ 0.00
3 years ago

মানুষ শিক্ষা অর্জন করে আত্ন উন্নিতির জন্য কিন্তু দুঃখের বিষয় হলেও এটা সত্য যে এই মুখস্ত শিক্ষাই আজ আমাদের এই দুর্দশার কারন।

$ 0.00
3 years ago

Ha ekdom thik bolechen apni vaiya. Mukhostho biddhai amader durdoshar karon. Etai sotti etai bastob.

$ 0.00
3 years ago

তাই আমাদের এই মুখস্ত বিদ্যা থেকে সরে আসার এখনি সময়।

$ 0.00
3 years ago

হুম সেটাই। আমাদের উচিত এই বদঅভ্যাস ত্যাগ করা।

$ 0.00
3 years ago

হুম,আজ থেকেই ছেড়ে দিবেন।😁😎

$ 0.00
3 years ago

Amr emniteo cram korar bad habit nai 🙄

$ 0.00
3 years ago

😀😆😂

$ 0.00
3 years ago

thik kothao bolachan mukhosto bidda kokhono kono din kaj a ase na .ati amadar carryar ar jonno lhun khotikor

$ 0.00
3 years ago

সাময়িক হয়তো সুবিধা পাওয়া যায়।কিন্তু পরে এটি আজীবন বয়ে বেড়াতে হয়।

$ 0.00
3 years ago

মানুষকে সর্বদা স্বশিক্ষায় শিক্ষিত হওয়া উচিত। স্বশিক্ষা মানুষের অনেক উপকারে আসে। গ্রন্থগত বিদ্যারও আমাদের প্রয়োজন আছে। কিন্তু স্বশিক্ষা বেশি প্রয়োজন।

$ 0.00
3 years ago

সুশিক্ষা মানেই স্বশিক্ষিত।বাইরের দেশ গুলোর উন্নতির পেছনে স্বশিক্ষাই রয়েছে।

$ 0.00
3 years ago

হ্যা। আমরা গ্রন্থগত বিদ্যার পিছনে পড়ে রয়েছি। তাই আমাদের শিক্ষা ব্যবস্থার এই দুর্দশা।

$ 0.00
3 years ago

যতদিন না আমাদের এই শিক্ষা পদ্ধতি/ব্যবস্থা পরিবর্তন হচ্ছে ততোদিন আমাদের ব্যক্তিগত তথা রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব না

$ 0.00
3 years ago

অবশ্যই। এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আবশ্যক। অনেক ত্রুটি আছে এই শিক্ষা ব্যবস্থায়।

$ 0.00
3 years ago

বর্তমান আমাদের সমাজে ডিগ্রিধারী ব্যক্তি প্রচুর পরিমাণে রয়েছে। কিন্তু দেখা যায় তার ভিতরে সাধারণ জ্ঞানের পরিমাণ খুবই কম। সে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ টা নিতে পারে না।

$ 0.00
3 years ago

হুম,ঠিক বলেছেন।এরজন্যই আজ দেখা যায় ভুল চিকিৎসার জন্য বহু মানুষ মারা যাচ্ছে।এছাড়াও প্রতিটা ক্ষেত্রে এই সমস্যা জড়িত।

$ 0.00
3 years ago

চিরসত্য বাক্য এটি।প্রয়োজনের সময় আপনার নিজের অর্থ ও অন্যের হাতে থাকলে তাও অর্থহীন।সময়মতো কখনো পাবেন না।আর পুৃথিগত বিদ্যা তা তো পুথির সাথেই শেষ।

$ 0.00
3 years ago

হুম,যতদিন না হিতাহিত জ্ঞান এ জাতি অর্জন করতে পারছে ততোদিন আমাদের উন্নতি সম্ভব নয়

$ 0.00
3 years ago

ঠিকি বলেছেন।

$ 0.00
3 years ago

জ্ঞান শুধুমাত্র যদি বইয়ের ভিতরে সীমাবদ্ধ থাকে তাহলে তো তাকে গ্রন্থগত বিদ্যা ই বলবে। জ্ঞান হতে হবে সীমাহীন।

$ 0.00
3 years ago