ঢাকা নামের উৎপত্তি

16 21
Avatar for Jewel
Written by
4 years ago

বাংলাদেশের রাজধানী ঢাকা।কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে এই নামটা এলো!যেকোনো কিছুর নাম কালক্রমে পরিবর্তন হতে হতে একটি পূর্নাঙ্গ রূপ নেয়।তেমনি আজকের ঢাকা নামেরও রয়েছে ঐতিহ্যবাহী এক ইতিহাস।

ঢাকেশ্বরী মন্দিরের নাম নিলেই এসে পরে রাজা বল্লাল সেনের নাম। ঢাকা+ঈশ্বরী থেকেই আজকে বহুল প্রচলিত ঢাকা শব্দের উৎপত্তি।

Dhaka বানানটি ১৯৮২ সাল পর্যন্ত Dacca নামে লিখা হতো।খ্রিস্টিয় ৭ম শতক থেকে এখানে মানুষ বসবাস শুরু করে।১৬১০ সালে ঢাকার নাম রাখা হয় জাহাঙ্গীর নগর।আওরঙ্গজেবের মৃত্যুর পর মোঘল সাম্রাজ্য সমস্যা দেখা দিলে ঢাকা থেকে রাজধানী সরিয়ে নেয়া হয় মুর্শিদাবাদে।

এরপর প্রায় ২০০ বছর ব্রিটিশ শাসনাধীন থাকে।পরবর্তীতে আর ঢাকা নামের পরিবর্তন করা হয় নি।শুধু রাজধানী পরিবর্তন করা হয়েছিল।মূলত ঢাকেশ্বরী মন্দিরের নামেই (Dacca) এর নামকরন করা হয় ঢাকা।

10
$ 0.17
$ 0.17 from @TheRandomRewarder
Sponsors of Jewel
empty
empty
empty
Avatar for Jewel
Written by
4 years ago

Comments

পুরাতন স্মৃতি তুলে ধরার জন্য ধন্যবাদ। এটা আমাদের অনেকের জানা ছিল না । আমরা অনেকেই এই ব্যপারে জানি না ।

$ 0.00
4 years ago

ধন্যবাদ ভাইয়া।আমাদের ঐতিহ্য আমাদের জানা দরকার।

$ 0.00
4 years ago

ধন্যবাদ। আমাদের দেশের সঠিক সংস্কৃতি আমাদের জানা উচিত

$ 0.00
4 years ago

আপনাকেও ধন্যবাদ পড়ার জন্য!

$ 0.00
4 years ago

Welcome

$ 0.00
4 years ago

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে এতো গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আসলে আমি জানতামই না এ বিষয়টি।

$ 0.00
4 years ago

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের মাঝে বাংলাদেশের রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তুলে ধরার জন্য। কারণ এখনো অনেকে আছে যারা নিজ দেশের ঐতিহ্য সম্পর্কে তাদের এত ভালোভাবে জ্ঞান নেই। আপনার এই সুন্দর উপস্থাপনার মাধ্যমে সেইসব মানুষ নিজ দেশের ঐতিহ্য সম্পর্কে জানতে পারবেন। আর ঢাকা হচ্ছে আমাদের একটি ঐতিহ্য পূর্ণ রাজধানী। আর ঢাকা হচ্ছে আমাদের গর্ভ। আপনাকে আবারো অসংখ্য ধন্যবাদ।এত সুন্দর উপস্থাপনের জন্য।

$ 0.00
4 years ago

ধন্যবাদ আপু।সংস্কৃতির প্রতি আমাদের অনাগ্রহ ছোটবেলা থেকেই।তখন হয়তো কঠিন লাগতো আর পড়াটাও বেশ কঠিন আর বেশি ছিল তাই অনেক কিছুই সময়ের সাথে সাথে আমরা ভুলে গিয়েছি।তাই মাঝে মাঝে এগুলো মনে পড়লে আর কোথাও লেখা দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায়।

$ 0.00
4 years ago

khub valo likhachan vaiya sotti onak ojana kichu jante parlam ai artival thaka onak totto ojana chilo amar.

$ 0.00
4 years ago

ধন্যবাদ আপু কমেন্টের জন্য।আসলে কখনো কোন তথ্য কাজে লাগে বলা যায় না।তাই জ্ঞান অর্জন অপরিহার্য।

$ 0.00
4 years ago

ঢাকা আমাদের দেশের মূল প্রাণকেন্দ্র।ঢাকা আমাদের রাজধানী তাই ঢাকা সম্পর্কে এবং ঢাকার জীবনী সম্পর্কে এত সুন্দর একটি আর্টিকেল উপস্থাপনা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি বলছি ভাই আপনার এই আর্টিকেলটি আমার অনেক ভালো লেগেছে। ঢাকার কিছু ইতিহাস সম্পর্কে জানতে পারলাম।

$ 0.00
4 years ago

ধন্যবাদ ভাইয়া।আরো কিছু ইনফরমেশন এড করতে চাইছিলাম বাট সময়ের স্বল্পতায় তা আর হলো না।

$ 0.00
4 years ago

ঠিক আছে ভাই সমস্যা নাই আপনি এরকম আর্টিকেল আরো লিখতে থাকেন। আপনি খুবই ভালো লিখতে পারেন ধন্যবাদ।

$ 0.00
4 years ago

আপনি আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়েছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঢাকা নামের উৎপত্তি কিভাবে হল এই কথাটা আমি প্রায় ভুলেই যেতে বসেছিলাম।

$ 0.00
4 years ago

আপনাকেও অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য ।

$ 0.00
4 years ago