বাংলাদেশের রাজধানী ঢাকা।কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে এই নামটা এলো!যেকোনো কিছুর নাম কালক্রমে পরিবর্তন হতে হতে একটি পূর্নাঙ্গ রূপ নেয়।তেমনি আজকের ঢাকা নামেরও রয়েছে ঐতিহ্যবাহী এক ইতিহাস।
ঢাকেশ্বরী মন্দিরের নাম নিলেই এসে পরে রাজা বল্লাল সেনের নাম। ঢাকা+ঈশ্বরী থেকেই আজকে বহুল প্রচলিত ঢাকা শব্দের উৎপত্তি।
Dhaka বানানটি ১৯৮২ সাল পর্যন্ত Dacca নামে লিখা হতো।খ্রিস্টিয় ৭ম শতক থেকে এখানে মানুষ বসবাস শুরু করে।১৬১০ সালে ঢাকার নাম রাখা হয় জাহাঙ্গীর নগর।আওরঙ্গজেবের মৃত্যুর পর মোঘল সাম্রাজ্য সমস্যা দেখা দিলে ঢাকা থেকে রাজধানী সরিয়ে নেয়া হয় মুর্শিদাবাদে।
এরপর প্রায় ২০০ বছর ব্রিটিশ শাসনাধীন থাকে।পরবর্তীতে আর ঢাকা নামের পরিবর্তন করা হয় নি।শুধু রাজধানী পরিবর্তন করা হয়েছিল।মূলত ঢাকেশ্বরী মন্দিরের নামেই (Dacca) এর নামকরন করা হয় ঢাকা।
পুরাতন স্মৃতি তুলে ধরার জন্য ধন্যবাদ। এটা আমাদের অনেকের জানা ছিল না । আমরা অনেকেই এই ব্যপারে জানি না ।