চুলোয় তৈরি শিক কাবাব

24 32
Avatar for Jewel
Written by
4 years ago

চুলোয় তৈরি শিক মজাদার কাবাবঃ

উপকরনঃ

এলাচি

দারুচিনি

লবঙ্গ

গোলমরিচ

জয়ত্রী

জয়ফল

তেজপাতা

চিকন ও পাতলা করে কাটা মাংস

জিরাগুড়ো

দনিয়াগুড়ো

আদা-রসুন বাটা

পেপে বাটা

লবন

সরিষার তেল

টক দই

শুকনো মরিচ গুড়ো

সয়াবিন তেল

শিক/কাঠি

প্রস্তুতপ্রণালীঃ শিক কাবাবের জন্য মসলা তৈরিঃ একটি বাটিতে এলাচি ৫ টি,দারুচিনি ৩ টা,লবঙ্গ ৮/১০,গোল মরিচ হাফ চামচ,জয়ত্রী ১ টুকরো,জয়ফলের ৪ ভাগের ১ ভাগ,তেজপাতা ১টি নিয়ে ভালো মত গুড়ো করি।

এবার একটি বাটিতে ৫০০ গ্রাম মাংস নিই।এবার একে একে জিরা গুড়া হাফ চামচ,দনিয়া গুড়া হাফ চামচ,আদা রসুন বাটা এক চামচ,পেপে বাটা ১ চামচ,পরিমান মত লবন,সরিষার তেল ১ টেবিল চামচ,টক দই ২ টেবিল চামচ,মসলা বাটা,শুকনো মরিচ গুড়ো হাফ চামচ নিয়ে ভাল ভাবে মাংসের সাথে মেশাই।মাংসের সাথে মসলা ভালমত মাখা হয়ে গেলে ৩০ মিনিট এরমতো একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিই।

এবার কতগুলো শিক/কাঠি নিয়ে তাতে মাংসের টুকরোগুলো একে একে ঢুকাই।সবগুলো মাংস এভাবে কাঠি/শিকের মধ্যে ঢুকাই।

একটা ফ্রাইপ্যানে ১ টেবিল চামচ সয়াবিন তেল নিই।তেল গরম হলে শিকে ভরা কাবাব দিয়ে দিব।৩/৪ মিনিট পর কাবাব উল্টে দিই।আবার কিছুক্ষন পরে উল্টে দিই।চুলার আচ মিডিয়াম করে মোটামুটি ভাল ভাবে ভাজতে হবে যেন ভেতরে কাচা না থাকে আর লালচে ভাব আসে।ভাজা হয়ে গেলে এবার পরিবেশন করি।

7
$ 0.00
Sponsors of Jewel
empty
empty
empty
Avatar for Jewel
Written by
4 years ago

Comments

অনেক সুন্দর উপস্থাপনা। আমার শিক কাবাব খুব পছন্দের। আমার জানা ছিল না যে চুলায়ও শিক কাবাব বানানো যায়। ধন্যবাদ আপনাকে এটি দেয়ার জন্য। আমি শীঘ্রই এটি বাসায় তৈরি করবো।

$ 0.00
4 years ago

চুলায় বলতে ফ্রাইপ্যানে।আর এভাবে চুলায় শুধু শিক কাবাবই না বরং কেক সহ অনেককিছু বানানো যায়।

$ 0.00
4 years ago

কেক বানানো যায় তা জানি তবে শিক কাবাব সম্পর্কে ধারণা ছিল না। ধন্যবাদ আপনাকে এটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

$ 0.00
4 years ago

আপনাকেও অনেক ধন্যবাদ

$ 0.00
4 years ago

আপনি এতো ভালো ভালো রেসেপি আরো দিতে থাকুন। এতে আমার ও আমাদের সবার অনেক উপকার হবে।

$ 0.00
4 years ago

ধন্যবাদ।চেষ্টা করছি অল্প খরচে আর অল্প সময়ে তৈরি করা যায় মজাদার এমন সব রেসিপি শেয়ার করার।

$ 0.00
4 years ago

অসংখ্য ধন্যবাদ আপনাকে।

$ 0.00
4 years ago

আপনাকেও মূল্যবান মতামতের জন্য অনেক ধন্যবাদ

$ 0.00
4 years ago

💞💞💞💞

$ 0.00
4 years ago

😊😊

$ 0.00
4 years ago

চুলাই শিককাবাব বানানো খুব ইন্টারেস্টিং কথা তবে খুব ভালো লাগলো এটি প্রায় ই খাওয়া হয় তবে বাসাি এখনো চুলোতে বানাইনি আশা রাখছি রেসিপি ফলো করলে বানাতল পারবো

$ 0.00
4 years ago

অবশ্যই।স্টেপ বাই স্টেপ অনুসরন করে বানালে একদম রেস্টুরেন্টের স্বাদ পাবেন।

$ 0.00
4 years ago

Tahole to valoi holo ami ranna korte parbo basai taw abar khub testy khabar tnq

$ 0.00
4 years ago

Welcome 😊

$ 0.00
4 years ago

কাবাব এর নাম শুনলেই জিভে জল চলে আসে। আর জল আসাটাও খুব স্বাভাবিক। কাবাব এতোটাই মজাদার, আর সুস্বাদু হয়, আর শিক কাবাব হলেতো কোনো কথাই নেই।

$ 0.00
4 years ago

হুম ঠিক বলেছেন।আর ঠিকঠাক মত সব মসলা দিয়ে ঘরোয়া ভাবে বাসায় বানালেও স্বাদ রেস্টুরেন্টের মতই থাকে।

$ 0.00
4 years ago

হুম সেটাই। আমি বাসায় প্রায় সময়েই বাসায় শিক কাবাব বানাই।

$ 0.00
4 years ago

Ami o akdin toire korachilam khub valo lagacha khite kabab hole valoi hobai seta to ar boltai hoi na tnq for u lovely recipe

$ 0.00
4 years ago

এত সুন্দর কমেন্টের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।

$ 0.00
4 years ago

Wlc

$ 0.00
4 years ago

শিক কাবাব খেতে খুব মজা ।পরোটা দিয়ে খেতে খুব পছন্দ করি। ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপির জন্য।

$ 0.00
4 years ago

আপনার এত সুন্দর মতামত এর জন্য ধন্যবাদ।

$ 0.00
4 years ago

ভাই শিক কাবাব খুবই মজার একটা খাবার আমিও মাঝেমধ্যে এটা তৈরি করি। সবথেকে বেশি মজা লাগে যখন একটা অ্যালকোহলের বোতল থাকে।

$ 0.00
4 years ago

শিক কাবাব মাঝে মাঝে আপনার রেসিপি অনুযায়ী বাড়িতে বানিয়ে থাকি।অসাধারণ রেসিপি

$ 0.00
4 years ago