3
25
রেসিপি- বেনি পিঠা।
উপকরন- পুর, রুটি, ভাজার তেল।
পুর তৈরি - (১)গরুর মাংস কুচি, সমপরিমাণ আলু কুচি, সমপরিমাণ পেয়াজ কুচি দিয়ে মাংশ রান্নার সকল মশলা দিয়ে ভাজা ভাজা করে রান্না করে পুর তৈরি করতে হবে।
(২) কয়েক প্রকার সবজি দিয়েও পুর তৈরি করা যায়।
(৩) যারা মিষ্টি পছন্দ করেন তারা পুলি পিঠার পুরটা এতে দিতে পারেন।
রুটি তৈরি- আটা, লবন, পানি ও তেল দিয়ে আটা করে রুটি বানাতে হবে।
-
Wow !!! It is very beautiful. I think it is very difficult to make. But it is a very tasty and yummy receipe I know that. Thanks for the receipe.