তওবা

3 17
Avatar for Jannatul55
4 years ago

তওবা কি এবং তওবা আমরা কেন করব তা সম্পর্কে আমরা সবাই জানি? তওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসে, ক্ষমা চাওয়া, নিজের ভুল স্বীকার করা, পূর্বের গুনাহ পুনরায় না করা ইত্যাদি। তওবার মাধ্যমে আমরা আমাদের নিজের ভুলগুলো শোধরাতে পারি। তওবা এমন একটি মাধ্যম যেটা না থাকলে আমরা সবাই বলতে গেলে সবাই জাহান্নামী হতাম। তওবার মাধ্যমে আমরা আমাদের নিজের গুনাহগুলো আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি। পৃথিবীতে আমাদের সৃষ্টি করা হয়েছে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আর এই ইবাদত করতে গিয়ে মানুষের ভুল হতেই পারে এবং মানুষ সমাজে চলতে গেলে অনেক রকম ভুল করে থাকে। মানুষ মাত্রই ভুল। মানুষ ভুলের উর্ধ্বে নয়। আর এই ভুল শুধরে নেওয়ার জন্যই আল্লাহ এমন একটি মাধ্যম দিয়েছেন যার নাম হচ্ছে তওবা। কেউ যদি আল্লাহর কাছে খালেস দিলে তওবা করে এবং পুনরায় সেই গুনাহ না করার সংকল্প করে আল্লাহ তার তওবা কবুল করেন এবং তাকে মাফ করে দেন। আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। তাই আমাদের সবার উচিত প্রতিনিয়ত তওবা করা।

4
$ 0.00

Comments

mas Allah onk sundor article likhecen apu apne. Asole Allah to opekkhai thake j amra kokhon touba korbo r Allah amader ke maf kore diben. Allah sotti mohan. Amader sobar uchit amader pap kajer jonno Allah r kace touba kora. Amader sobaike egula bujhar toufik dan koruk amin

$ 0.00
4 years ago

thank you amader ato shundor Islamic post upohar daoyar jonno

$ 0.00
4 years ago

তওবা আমাদের গুনাহ মাফের আর একটি মাধ্যম। এর মাধ্যমে আল্লাহ আমাদের বারবার সুযোগ দেন ভুল শুধরে নেয়ার।জাযাকিল্লাহ খাইরান।

$ 0.00
4 years ago