রাঁতের আঁধারে মিটিমিটি করে জ্বলা জোনাকি পোকা কার না ভালো লাগে? কিন্তু কখনও ভেবে দেখেছেন বিদ্যুৎ ছাড়া এই আলো কিভাবে জ্বলে? আসলে জোনাকি পোকার এই আলো জ্বলার ব্যপারটি একটি কেমিক্যাল রিঅ্যাকশন ছাড়া কিছু না, যা তাদের দেহের অভ্যন্তরে ঘটে।
রাতের অন্ধকারে একদিকে চাঁদ তারার মিটিমিটি আলো, অন্যদিকে জোনাকি পোকার আলো এবং ঝিঁঝি পোকার ডাক রাতের পরিবেশটাকে মনোমুগ্ধকর করে তোলে।জোনাকি পোকার আলো জ্জ্বললে মনে হয় যেন আকাশ থেকে তারা নেমে এসেছে।
Yeah , Lighting Bees seems very interesting to me