0
14
সন্ধ্যামালতী ফুলকে সন্ধ্যার শোভা বললে ভালই হয়। কারণ সন্ধ্যামালতী সন্ধ্যায় ফুটে।
সন্ধ্যামালতী ফুল সকাল পর্যন্ত ফুটে থাকে আর তার সুবাস চারদিকে ছড়িয়ে দেয়।
সন্ধ্যামালতী ফুল বিভিন্ন কালার হয়ে থাকে।
সাদা, হলুদ, গোলাপি, হলুদের মাঝে গোলাপি, হালকা হলুদ এর সাথে কমলা।
সন্ধ্যামালতী ফুল সারাবছর ফুটে। সারাবছর তার অপরূপ সৌন্দর্য বিলিয়ে যাই।
তুমি সন্ধ্যার শোভা, মন মাতাল করা সুবাস তোমাকে বারবার মন ছুঁতে চায়।
তোমার গোলাপী, বেগুনি, সাদা ,হলুদ রং চুলের ভাঁজে সাজিয়ে করি নানান ঢঙ।