0
41
ঠিক সন্ধ্যা নামার মুখে সূর্য যখন তেজ ছেড়ে নরম আলো বিলায় ,রাতের আঁধার যখন আসবে বলে উঁকিঝুঁকি দেয়, তখনই নিজের সবটুকু রূপ ছড়িয়ে ফোটে সন্ধ্যামালতী।
অনেক অনেক ভালো লাগে আমার ওদের মিষ্টি ঘ্রাণ টা তো দারুন।
শিউলি ফুল সন্ধ্যা হলেই ফুটতে শুরু করে।শিউলি ফুল যখন ফুটতে শুরু করে সারা বাসার সুবাসে ভরে যায়।
সারারাত ফুটে থাকে ফুলগুলো। সকাল হলেই ঝরে পড়ে।
বেলি ফুল ও সন্ধ্যায় ফোটে । বেলি ফুলের মিষ্টি সুবাস খুব ভালো লাগে।
হাসনাহেনা ও রাতের ফুল । যখন ফোটে অনেক দূর পর্যন্ত এই ফুলের ঘ্রাণ ছড়িয়ে পড়ে।
সন্ধ্যামালতী, শিউলি, বেলি ফুলের ঘ্রাণ খুব মিষ্টি । তবে একটি ফুলের ঘ্রাণ আলাদা আলাদা ।
ভালো লাগে, তাই ভালবাসি ওরা আছে বলেই ভালো আছি।