0
15
অপরাজিতা ফুলের অনেক গুণ। লাল ,নীল, সাদা ,বেগুনি ,গোলাপি এমনকি আরো কত রঙে রঙিন পুষ্প রয়েছে। এরমধ্যে নীল ফুলের কথা বললে প্রথমেই আসে রূপসী অপরাজিতার নাম।
লতানো গাছের সবুজ পাতার কোলে একটুকরো প্রগাঢ় নীলের সম্ভাষণ ভালো লাগার অনুভুতিকে নিমিষেই ছুঁয়ে যায়।
অপরাজিতা ফুলের কোন গন্ধ নেই তবুও রঙের বাহার আর মিষ্টি শোভায় অপরাজিত যেন অনন্য।
এই গাঢ় নীল ফুলটি কে ডাকা হয় নীলকন্ঠ নামেও। নীল ছাড়া চোখে পড়ে সাদা আর হালকা বেগুনি রঙের অপরাজিতা।
অপরাজিতা ফুলের ভিতর দিকটা সাদা ও ঈষৎ হলুদ রঙের হয়ে থাকে।
অপরাজিতা গাছ বারান্দার গ্রিলের সাথে তরতর করে বেড়ে ওঠে ফুলে পাতায় বিকশিত হয়। প্রায় সারা বছর ফুল ফুটে।
অপরাজিতা ফুল দেখলে মনটা ভরে যায়। নিখুঁত নিলে লুকিয়ে কেমন, হাসছে দেখো অপরাজিতা