কাশফুল

5 19
Avatar for Irin2035
4 years ago

শরৎ যেন সত্যিই হচ্ছে শুভ্রতার প্রতীক। শরৎ মানে হচ্ছে কাশফুল আর মেঘেদের খেলা।দেখে মনে হয় মেঘ আর কাশফুল যেন একে অপরের পরিপূরক।

কাশফুল নিজেই জানিয়ে দেয় যে শরৎকাল এসে গিয়েছে।

নীল আকাশের নিচে দোল খায় শরৎ এর কাশফুল। কি যে এক অপূর্ব দৃশ্য দেখলেই মন ভরে যায়।

দক্ষিণা বাতাসে কাশফুলগুলো দুলতে থাকে আর যে নীল আকাশ জুড়ে মেঘের নিরুদ্দেশ যাত্রা শুরু ঘুরে বেড়াচ্ছে মেঘেরা তাদের ইচ্ছামত।

শরৎ মানেইতো আকাশে খন্ড খন্ড মেঘ আর ধবধবে সাদা কাশফুল কি যে এক অপূর্ব দৃশ্য

এই শরৎ এ আরো ফুল ফুটেছে.... অপরাজিতা ..... অপরাজিতা ফুল দেখতেও খুব সুন্দর নীল এর মাঝে হালকা হলুদ রং মিশানো .....

3
$ 0.00
Avatar for Irin2035
4 years ago

Comments

খুব খুব সুন্দর।ছবি গুলো দেখে মন জুড়েই গেলো।আমার ও অপরাজিতা গাছ আছে,কিন্তু ফুল ফোটেনি।

$ 0.00
4 years ago

ধন্যবাদ....ধৈর্য ধরো অবশ্যই ফুটবে

$ 0.00
4 years ago

ইনশাআল্লাহ আপু

$ 0.00
4 years ago

Khub shundor hoiache. Shorod asholai shundor.

$ 0.00
4 years ago

Thank you so much...Hmm sotti sundhor

$ 0.00
4 years ago