যদি তোমার জীবনের একটা পথ বন্ধ হয়ে যায়। এবং তুমি সেই বাধা হওয়া পথ নিয়ে ভাবতে থাকো এবং নিজের ভাগ্য কে দোষারোপ কর তাহলে তোমার মতো বোকা আর কেউ না। জীবনের একটা পথ যদি বাধা হয়ে থাকে তাহলে দ্বিতীয় পথটি তোমাকে নিজ থেকে তৈরি করে নিতে হবে। এভাবে জীবনের পথে যত বাঁধা আসবে ঠিক ততবার নতুন পথ বেঁচে নিতে হবে। সফলতার পথে অনেক কিছু বাধা হয়ে আসবে তবে সেই বাঁধা কে প্রতিহত করতে হবে। এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে।
মানুষ মাত্রই ভুল। আর ভুল কে ভুলে গিয়ে নতুন করে তৈরি করতে হবে। সাইকেল চালাতে গিয়ে তুমি কতবার ব্যথা পেয়েছ ঠিক নেই। তবুও তুমি সাইকেল চালানো শিখেছ। এভাবেই ব্যর্থ হবে ভুল করবে। আর এভাবেই নতুন কিছু শিখবে।
একটা কথা সব সময় মনে রাখবে। যতবার ভুল করবে ঠিক ততবার নতুন কিছু শিখবে। নতুন কিছু শিখার জন্য ভুল করা ব্যর্থ হওয়া অনেক জরুরী।
সব কিছু শেষ হয়ে গেলেও নিজেকে শেষ করা যাবে না। কারণ তুমি ঠিক থাকলে অন্যকে বা অন্য কিছুকে ঠিক রাখতে পারবে। নিজে বাঁচলে অন্যকে বাঁচাতে পারবে। তাই আজ থেকে সব ভুলে নতুন ভাবে চলতে শিখুন নতুন কোন রাস্তা দিয়ে।
"যদি তোমার জীবনের একটা পথ বন্ধ হয়ে যায়। এবং তুমি সেই বাধা হওয়া পথ নিয়ে ভাবতে থাকো এবং নিজের ভাগ্য কে দোষারোপ কর তাহলে তোমার মতো বোকা আর কেউ না। জীবনের একটা পথ যদি বাধা হয়ে থাকে তাহলে দ্বিতীয় পথটি তোমাকে নিজ থেকে তৈরি করে নিতে হবে" কথাগুলো সত্যিই অসাধারণ এবং বাস্তব। শুভকামনা রইল।