আমার ছোটবেলাটা কেটেছে খুবই আনন্দে। একসাথে অনেকে মিলে খেলাধুলা পিকনিক এই সবগুলো আমার কাছে খুবই ভাল লাগত। ছোটবেলায় ভাবতাম আসলে মানুষ বাজারে কেন যায়। তারপর আস্তে আস্তে প্রাইমারি স্কুলে ভর্তি হলাম এবং কিছু কিছু বিষয় সম্পর্কে জানলাম। প্রাইমারি জীবনটা ছিল আনন্দে ভরপুর। প্রাইমারীর গন্ডি পেরিয়ে হাই স্কুল জীবনে বেশ ভালোই কেটেছে দিনগুলো। কিন্তু কলেজ লাইফে জীবনটা যেন কেমন ই পরিবর্তন হয়ে গিয়েছে। কিছু এখন ভালো লাগতো না শুধু হারিয়ে যাওয়া দিনগুলি মনে পড়তো। যদি আবার হারিয়ে যাওয়া দিনগুলো ফিরে যেতে পারতাম কত ভালোই না হতো। তারপর ভার্সিটি জীবনটা একেবারেই ছন্নছাড়া। এখন আর কিছুই করতে ভালো লাগেনা।স্কুল কলেজ লাইফে অনেক খন ধরে বই পড়তাম কিন্তু এখন বই খুলে দেখতে ইচ্ছাওঔ করে না।জানিনা এটা কি শুধু আমারই সমস্যা নাকি সকলের এই একই সমস্যা। তারপর আবার আইলো করোনা। এবার জীবনটা একেবারেই রেড জোনে পড়ে গিয়েছে। জানি না এই জন্য কত বড় মাশুল দিতে হবে। অতীতের কথা যতই ভাবি শুধু কান্না পায়।
উপসংহার: এখন একটি কথাই বলতে চাই শিং ভেঙ্গে যদি আবার বাছুরের দলে দিতে পারতাম কত ভালই না হত। কিন্তু আফসোস আফসোসই থেকে যাবে। তবুও মিছামিছি শুধুই ভাবি আর আফসোস করি
হুম আমাদের দিনগুলো খুব ভালো কেটেছিলো জা এই প্রজন্ম পাবেনা।আমরা রাস্তায় খব খোলামেলা চলাপেরা করছি কখনো ভয় পাইনি বাট সেম প্লেস টা এখন এই জুগের বাচ্চারা নিরাপদ নাহ।আমরা জে খেলা গুলা খেলছি এই জুগের বাচ্চারা এগুলার নাম ও শুনেনি কার এখন মোবাইলেই তারা খেলতেছে।আহ কি শৈশব।আমার কলেজ লাইফ পর্যন্ত দিনগুলো ভালো ছিলো।ভার্সিটি লাইফে এসে বন্ধুদের হারিয়ে একা হয়ে গেলাম।