আমরা দুই দিনের এই পৃথিবীতে এসে কত অমানবিক কাজ করি। যে কাজগুলো আমাদের কখনোই করা কাম্য নয়। আপনি যদি একটু দুর্বল প্রকৃতির মানুষ হন তাহলে আপনাকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না। এই সব কাজই ধনীদের। কারণ বর্তমান সমাজে যার টাকা আছে তার সম্মান আছে। আর টাকার কারনে বড়লোকদের কেউ কিছু বলতে সাহস পায় না।বর্তমান সমাজের মানুষ হত্যার কোন দাম নাই সবই টাকার দাম।আমি যে ছবিগুলো দেয়েছি সে ছবিগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে ধনী-কতৃক গরিব কিভাবে নির্যাতিত হচ্ছে। আর এইভাবে যদি নির্যাতন হতেই থাকে তাহলে তো একদিন মাঠে কাজ করার জন্য কৃষক খুঁজে পাওয়া যাবে ন। আরে ভাই গরিব রা না একটু ভুল করতে পারে তাদের পেটে দেয় কিন্তু তোরা তো একটু সাহায্য করতে পারি যাদের টাকা পয়সা আছে। আজ মরলে কাল দুই দিন।যে ব্যক্তি ধনী সেও মাটির নিচে যাবে আবার যে গরিব সেও মাটির নিচেই যাবে। তাহলে ধনীদের কিসের এত দম্ভ কিসের এত অহংকার।
আমি একটা কথাই বলতে চাই আমাদেরকে কঠোর পরিশ্রম করে মানুষের মতো মানুষ হতে হবে। যতটা সম্ভব সঞ্চয়ী হয়ে মাথা তুলে দাঁড়াতে হবে। যখন আপনি ধনী হবেন তখন আপনার সম্মান বাড়বে।
আমার আর্টিকেলে যদি কোন ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাকে অনেক উৎসাহ দেবেন। আর লাইক কমেন্ট করতে ভুলবেন না।
Very sad dear......