প্রতীকী যুক্তিবিদ্যা
রাখার একটি সহজ উপায় এখানে উল্লেখ করা হলাে-
১ সংযৌগিক অপেক্ষকের ক্ষেত্রে কবল মনে রাখতে হবে - TT = T |
(অন্য সব সংযােগীতে F)।
২, প্রাকল্পিক অপেক্ষকের ক্ষেত্রে কেবল মনে রাখতে হবে -
(অন্য সব সংযােগীতে T)।
৩, বৈকল্পিক অপেক্ষকের ক্ষেত্রে কেবল মনে রাখতে হবে - Fv F = F
(অন্য সব সংযােগীতে T)।
কসাপেক্ষ। এ জন্য ছাত্রছাত্রীদের সুবিধার্থে উল্লিখিত অপেক্ষকগুলাের মানসমূহকে মনে
-TƆF=F
T= T]
= T
F= F]
৪. সমমানিক অপেক্ষকের ক্ষেত্রে কেবল মনে রাখতে হবে -
(অন্য দুটি সংযােগীতে F)।
অনুশীলনী
অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১, সত্যসারণীর ক্ষেত্রে সংযৌগিক বচনের সূত্রটি উল্লেখ কর।
উত্তর দুটি উপাদান বচন সত্য হলে মূলবচন সত্য হবে, অন্য সব ক্ষেত্রে মিথ্যা হবে।
২. সত্যসারণীর ক্ষেত্রে বৈকল্পিক বচনের সূত্রটি উল্লেখ কর।
উত্তর । দুটি উপাদান বড়ন নিথ্যা হলে মূল বচন মিথ্যা হবে, অন্যসব ক্ষেত্রে সত্য হবে।
৩. সতায সারণীর ক্ষেত্রে প্রাকল্পিক বচনের সূত্রটি উল্লেখ কর।
উত্তৰ। পূর্বগ সতা ও অনুগ মিথ্যা হলে মূল বচন মিথ্যা হবে, অন্য সব ক্ষেত্রে সত্য হবে।
৪, সত্য সারণীর ক্ষেত্রে সমমানিক বচনের সূত্রটি উল্লেখ কর।
উতর । দুষটি উপাদানবচন একই সাথে
সত্য বা একই সাথে মিথ্যা হলে মূল বচন
সত্য হবে, অন
ক্ষেত্রে মিথ্যা হবে।
এ
0
7