নারী

0 2

নারী হচ্ছে প্রকৃতির সবচেয়ে রহস্যময় সৃষ্টি...সৃষ্টিকর্তা

তার রহস্যের এক বিরাট অংশ নারীদের মধ্যে লুকিয়ে

রেখেছেন...🤔

এ কারনে ঘুম থেকে ওঠার সময় তাকে আপনার কাছে

লাগবে একেবারে নিস্পাপ, আদুরে বিড়ালের মত...তার

গালগুলা একটু টিপে দিতে মন চাইবে, নাকটা একটু টেনে

দিতে ইচ্ছে করবে, ঠোঁটগুলা...ইয়ে, থাকুক

.

যখন সে কোমরে ওড়না পেঁচিয়ে চুলগুলো খোঁপা করে বা ক্লিপে আটকিয়ে ঘরকন্যার কাজগুলো করবে, তখন তার ঘামে ভেজা নাক আর ভেজা কপালে লেপ্টে থাকা

কয়েকগাছি চুল আপনার কাছে অপার সৌন্দর্যের আধার হয়ে দেখা দেবে...🤩

.

আবার যখন গোসল সেরে টাওয়েলটা মাথায় পেঁচিয়ে

বেরিয়ে আসবে, নিশ্চিত হয়ে নিন যে আপনি বসে

আছেন...কারন বিস্ময়ের ঝটকায় আপনি মাথা ঘুরে পড়ে আহত ও হতে পারেন...আপনার চোখে তাকে তখন মনে হবে শিশিরে ভেজা ভোরের আলোয় সদ্য ফোটা একটি গোলাপকুঁড়ি...আপনি কসম খেয়ে বলতে পারেন যে এর চেয়ে সুন্দর কিছু আপনি কখনো দেখেননি...প্রয়োজনে সানগ্লাস পরে নিন, যেন সৌন্দর্যের ছটায় আপনি অন্ধ না হয়ে যান...

.

এরপর দেখবেন তাকে অস্তগামী সূর্যের হলদে

আলোয়...ভেসে আসা আযানের ধ্বনি শুনে যখন সে মাথা ঢাকবে ওড়না দিয়ে, আপনার মনে হবে একে আপনি আগে দেখেননি, সম্পুর্ন অপরিচিতা কেউ একজন...আপনি আবার নতুন করে তার প্রেমে পড়বেন...আপনার কাছে আপনার জীবনকালটাকে খুবই ছোট বলে মনে হবে...আর কিছুদিন বেশি বেঁচে থাকার জন্য মন আকুলি বিকুলি করবে...

.

সন্ধ্যারাতে আটপৌরে শাড়ি পরা সে যখন বারান্দায়

আপনার পাশে আপনার কাঁধে মাথা রেখে চুপচাপ বসে

থাকবে, আপনি তার চুলের গন্ধ পাবেন...আপনার কাছে মনে হবে আপনার এই জীবনে চাইবার আর কিছু নেই।

এগুলো সবই হচ্ছে মায়া...এই ভ্রম কেটে গিয়ে সবকিছুর ঠিক উল্টো অভিজ্ঞতাও আপনার হতে পারে...একই অঙ্গে এমন হাজারো রূপ বলেই নারী রহস্যময়ী...।💘

1
$ 0.00

Comments

Who is the author? Or from which book?? Nicely written.

$ 0.00
4 years ago