Corona viras

0 6
Avatar for Hasan16
4 years ago

শনিবারের রিপোর্ট।

চট্টগ্রামে একদিনে ২৭৯ জন করোনা রোগী শনাক্ত

চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ১২১৯ জনের করোনার নমুনা পরীক্ষায় ২৭৯ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ১৮০ জন এবং উপজেলার ৯১ জন। ঠিকানাবিহিন ৮ জন।

চট্টগ্রামে তিনটি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে শনিবার (৩০ মে) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রাম বিআইটিআইডিতে ২৪, ২৫, ২৬শে মে তিনদিনের ৮১৬টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ১১৬ টি পজিটিভ। মহানগরীতে ৬৭ টি, উপজেলায় ৪৩ টি। ঠিকানাবিহীন ৬জন।

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (CVASU)'তে ১৩৮ টি নমুনা পরীক্ষায় ৪২ টি পজিটিভ। মহানগরের ২টি উপজেলায় ৩৮ টি। ঠিকানাবিহীন ২টি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ২৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ১২০ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ১১১ জন, উপজেলায় ৯ জন।

অপর দিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ৫ টি নমুনা পরীক্ষায় ১ টি পজিটিভ। ১ জনই উপজেলার।

এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ২ হাজার ৮৬৭ জনে।

1
$ 0.00

Comments