Bocon23

0 4

প্রদত্ত বচনাকারে উপাদান বচন হিসেবে

চারটি গ্রাহক প্রতীক থাকায়

সত্যসারণীর

র সূত্রীনুসারে উপর্যুক্ত সারণীতে সারি

হয়েছে (২ = ২ x ২x ২ x ২) ১৬টি, এবং

চারটি উপাদান বচন ও তিনটি যােজক থাকায় সত্যসারণীর গঠন অনুসারে শুদ্ধ হয়েছে।

সাতটি। এখানে উপাদান বচন চারটিতে সম্ভাব্য সত্যমানের ভিত্তিতে বচনাকারটির মান নির্ণয়।

করা হয়েছে। এবং উল্লিখিত যােজকগুলাের সূত্রানুসারে যােলটি সারিতে প্রথম ছয়টি সতদ্ভের।

মানের সমন্বয়ে শেষ, অর্থাৎ চূড়ান্ত শ্ুম্ভের মান নির্ধারিত হয়েছে। এক্ষেতত্রে চূড়ান্ত তুচ্তের।

সারিগুলােতে সত্য ও মিথ্যার, অর্থাৎ T ও F-এর মিশ্রণ ঘটায় বচনাকারটি অনির্দিষ্টমান

হয়েছে।

অতএব প্রদত্ত বচনাকারটি একটি অনির্দিষ্টমান বচনাকার।

1
$ 0.00

Comments