আল্লাহ মানুষ কে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য।মানুষ আল্লাহর ইবাদত করবে কিন্তু এই ইবাদত করার জন্য মানুষের বেছে থাকা প্রয়োজন,সেই সাথে তার কিছু মৌলিক চাহিদার ও প্রয়োজন,এই মৌলিক চাহিদা গুলো পুরন করার জন্য প্রয়োজন কিছু অর্থের।অর্থ ছাড়া মানুষ চলতে পারবে না,সে কারনে মানুষ এই অর্থ উর্পাজনের জন্য সদা ব্যস্ত থাকে,এমন কি আল্লাহর দেয়া পথ ছেড়ে মানুষ অনকে সময় অন্যায় ও অবৈধ পথে উপার্জন করার চেস্টা করে,মানুষ অর্থ উপার্জনের জন্য আল্লাহ কে ভুলে যায়। আর আল্লাহ তায়ালা বলেন প্রাচুর্যের তোমাদের কে ভুলিয়ে রাখে জতক্ষন না তোমরা কবরে উপনিত হও।মানুষের অঅর্থলিপ্সা কখনো কখনো মানুষ কে অমানুষে পরিনত করে তাকে পশুত্তের পর্যায়ে নামিয়ে দেয়,ফলে সে যা চাচ্ছে তাই করতে প্রবৃত্ব হয়।আল্লাহ তায়ালা আমাদের সকল কে অসত পথ থেকে বিরত রেখে সৎ পথে জিবন পরিচালনা করার তাওফিক দান করুক আমিন।
মহান আল্লাহ আমাদেরকে হেদায়েত দিক।