আমি বড্ড বেমানান
যেমনটা শরৎ এর আকাশ নীল মেঘ ছাড়া বেমানান বর্ষাকাল বৃষ্টি ছাড়া বেমানান এক পা আর এক পা ছাড়া বেমানান কবিতা ছন্দ ছাড়া বেমানান
গান সুর ছাড়া বেমানান সুখ হাসি ছাড়া বেমানান আর আমি? তোমায় ছাড়া বেমানান বেমানান নিয়ে বাঁচা যায় তবে সুখ টা হারিয়ে যায় সেই মানানো গোছানো
সংসারেই।

1
$
User's avatar
@Habiba posted 4 years ago

Comments