যেখানে তোমার গ্রহনযোগ্যতা নেই,সেখান থেকে দূরে সরে আসো...সময়মতো যারা সরে আসতে জানে তারাই ম্যাচিউর, তারাই জীবনে ভালো থাকতে পারে!! যেখানে তোমার মূল্য নেই, সেখানে তুমি যতক্ষণ আটকে থাকবে, ততক্ষণ তোমার আত্মসম্মানে আঘাত লাগতে থাকবে, প্রতিনিয়ত তোমার নিজের কাছে নিজেকেই ছোট মনে হবে!! এই বিশাল পৃথিবীতে নিজেকে ছোট মনে হওয়ার মতো ভয়ংকর বাজে অনুভূতি আর একটাও নেই!!!

1
$
User's avatar
@Habiba posted 4 years ago

Comments