-কারো কাছে তুমি নগন্য,কারো কাছে জগন্য, আবার কারো কাছে তার সবটুকুই তুমি।
-একটা কথা মনে রেখো, গাধার নাম ঘোড়া রাখলেও সেটা গাধাই থেকে যায় কারো জাজমেন্টে তোমার মূল্য একটুকুও কমে যাবেনা! কারণ আলুর ব্যাপারী তো আর সোনা চিনবেনা!
তুমি ন্যাকা তুমি বোকা, তুমি রাগী, তুমি অহংকারী! আসলে এর কোনোটাই তুমি নও! তুমি তাদের কাছে সেরকমই যে যেটা তোমার কাছে ডিজার্ভ করে!
দিন শেষে তুমি তুমিই। একটু একটু ভালো, একটু একটু মন্দ। সবটুকু ভালো হতে গেলে দেখবে সবাইকে ভালো রেখে তুমি ভালো নেই।
অনেকবার পড়েছি এই ধরনের কথা। কিন্তু আবার সব গুলিয়ে যায়। আসলেই দিন শেষে আমরা সবাই একা। কে কি বলল না বলল তাতে কিছু যায় আসে না। নিজেদের খেয়াল নিজেদেরই রাখতে হয়। ধন্যবাদ এই লেখাটার জন্য।