হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহ অশেষ রহমতে সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আমি ততোটা ভালো লিখতে পারি না তারপরও লিখতে চেষ্টা করি। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আজকে খেজুরের উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। যাক তাহলে শুরু করি।
*পুষ্টিগুনে ভরপুর খেজুরে রয়েছে ভিটামিন, আঁশ, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং জিঙ্ক।
*খেজুর একজন সুস্থ মানুষের শরীরে আয়রনের চাহিদার প্রায় ১১ভাগই পূরণ করে। তাই প্রতিদিন খেজুর খাওয়া জরুরি।
*পুষ্টিবিদদের মতে, শরীরের প্রয়োজনীয় আনেকটাই আসে খেজুর থেকে। শুকনো খেজুর ডায়াবেটিকস ডায়েট রাখতে সাহায্য করে।
*খেজুর রক্তের শর্করার পরিমাণ বজায় রাখে। চারটি বা ৩০গ্রাম খেজুরে আছে ৯০ ক্যালোরি, ১গ্রাম প্রোটিন, ১৩মিলি গ্রাম ক্যালসিয়াম এবং ২.৮ গ্রাম ফাইবার ও অন্যান্য উপাদান।
*শুধু তাই নয়,খেজুর শরীরের ক্লান্তি ও অবসাদ দূর করে। খেজুরে আছে প্রচুর পরিমাণ ভিটামিন-বি যা মস্তিষ্কের কার্যকর ভূমিকা পালন করে।
*এছাড়া খেজুর আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সাঃ) পচন্দের একটি খাবার।
*সুতরাং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য নিয়মিত খেজুর খাওয়া জরুরি।
আজ আর নয়।
আশা করি সকলেই সুস্থ ও সুন্দর থাকবেন। আর লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।
সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা।
Visit my new post.. Sub done plz back https://read.cash/@Shuvojit12/leonardo-dicaprios-most-famous-line-from-titanic-was-improvised-7be49ebb