রাতের অন্ধকারাচ্ছন্ন দৃশ্যের সাথে আমরা সবাই পরিচিত।আমরা যেমন দিনের আলোতে আনন্দিত হই তেমনি রাতের আধারে কোথাও হাঁটতে ভয় পাই।কিন্তু অন্ধকার আছে বলেই আমরা বুঝতে পারি আলো কতো ভালো।রাতের অন্ধকারের মতো মানুষের জীবনেও মাঝে মাঝে এমনকিছু অন্ধকার নেমে আসে যেটা সরিয়ে আশার আলো উদ্ভাবন করার জন্য আমরা প্রাণপণ যুদ্ধ করি।
আলো বলে, "অন্ধকার তুই বড় কালো।"
অন্ধকার বলে, "ভাই, তাই তুমি আলো।"
- রবীন্দ্রনাথ ঠাকুর
আলো এবং অন্ধকার মিলিয়েই আমাদের জীবন।আমাদের সবার পরিস্থিতি এবং আর্থিক অবস্থাও এক নয়।কিন্তু বড় বড় স্বপ্ন দেখা আমাদের অভ্যাস।আমরা অনেকে আমাদের পারিবারিক দূরাবস্থার কারণে বড় বড় স্বপ্ন দেখতে ভয় পাই।আবার কেউ যদি শখ করে দেখেও ফেলি তাহলে অনেকে সেটা পূরণ করার জন্য পর্যাপ্ত পরিশ্রম করি না বা আমাদের কাছে সেটা অবাস্তব কল্পনা মনে হয়।অনেকে আবার কারো সাথে স্বপ্নের কথা share করলে তারা আমাদের নিয়ে ঠাট্টা করে।সেই ভয়ে আমরা বড় স্বপ্ন দেখিনা বা স্বপ্ন দেখলেও ভাবি সেটা শুধু মাত্র fairy tale. কিন্তু এটা আমাদের একটি ভুল ধারণা।আমরা যদি চাই তাহলে আমাদের যেকোনো স্বপ্ন পূরণ করা সম্ভব।এমনকি অন্ধকারেই স্বপ্ন জাগ্রত হয়।আর এই অন্ধকার সরিয়ে স্বপ্নের main সিঁড়িতে পৌঁছাতে হলে আমাদেরকেই সেই অন্ধকারের সাথে প্রাণপণ যুদ্ধ করে আমাদের স্বপ্ন বাস্তবায়িত করতে হবে।
আলো আর অন্ধকার মিলেই আমাদের জীবন। গল্পটা পড়ে অনেক ভালো লাগলো। সাবস্ক্রাইব করলাম আপনাকে। আপনি ও আমাকে সাবস্ক্রাইব করবেন আশা করি।