ভালোবাসা

3 22

দুনিয়াতে সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে মায়া-ভালোবাসা। ভালোবাসা জিনিসটা দিন দিন শুধু বাড়ে। দুটি অচেনা মানুষ যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন দেখা যায় তাদের মধ্যে অনেক কিছু মিলছে না। কেউ চিনি কম খায় তো কেউ বেশি। কেউ গুছানো তো কেউ অগোছালো। কেউ কথা কম বলে তো কেউ বেশি। এরকম হাজারটা অমিল খোঁজে পাওয়া যায়। এসব হাজারো অমিলকে ধীরে ধীরে মিলিয়ে নেওয়ার নাম এই ভালোবাসা। আবার কখনো এই অমিলগুলো না মিলিয়ে একে অপরের অমিলকে ভালোলাগায় রূপান্তর করার নামও ভালোবাসা।❤️❤️🥰

আপনার কি মনে হয়???

ভালোবাসা নিয়ে আপনার অনূভুতি জানান ....❤️❤️

6
$ 0.00
Sponsors of Fariha2020
empty
empty
empty

Comments

ভালোবাসা নির্ভর করবে নিজের উপর।ভালোবাসায় রেসপেক্ট, আন্ডারস্ট্যান্ডিং, এক জন আরেক জনের পছন্দ সব কিছু মিলিয়েই হয়।আলগা পিরিত দেখায় অনেকেই আসলে এগুলা ভালোনা।মেয়েরা সব সময় স্বাধীনতা চায় তাদের কে তাদের মতো থাকতে দিন এটা করবানা ওইটা করবানা এগুলা করলে সম্পর্ক শেষ হয়ে যায়। বিয়ের পর তাকে কিভাবে শাসন করবেন সেটা আপনার ব্যাপার বাট প্লিজ বিয়ের আগে এসব অধিকার খাটাবেন না।এটা মেয়েরা একদম পছন্দ করেনা।

$ 0.00
4 years ago

আগলা পিরিত না থাকা ই ভালো সবথেকে ভালো হচ্ছে মা বাবাকে ভালোবাসা সবাই মা বাবাকে ভালোবাসবেন যাতে তারা কষ্টো না পায় 😪

$ 0.00
4 years ago

এই ভালোবাসা মানে বুঝি এই যে এখনকার দিনে কাউকে ভালোবাসলে সেই ভালোবাসাটাতে শুধু প্যারা দেয়

$ 0.00
4 years ago