স্বপ্ন

9 42
Avatar for Farhana-liza
4 years ago

স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়

স্বপ্ন যোগায় আশা,

স্বপ্নকে নিয়ে সুখ-দুঃখ

স্বপ্ন জোগায় ভাষা।

মানুষ যখন ক্লান্ত হয়ে

থামে চলার পথে,

স্বপ্ন তখন জোগায় দিশা

জীবন চলার পথে।

স্বপ্ন মানুষকে হাঁটতে শেখায়

দেখায় পথের দিশা

স্বপ্ন মানুষকে দিয়ে চলে

দূরের পথের নিশা।

স্বপ্ন কাটির ছোঁয়া এসে

জীবন হয় রঙ্গিন,

পৃথিবীর সমান স্বপ্ন নিয়ে

এগিয়ে চলায় শৌখিন।

স্বপ্নকে বন্ধু ভেবে

আশাকে বাধো বুকে,

আগামীকে শিখাতে হবে

ভয় উচ্চারণ নয় মুখে।

মোরাএকদিন সফল হব

স্বপ্ন কে সাথে নিয়ে,

মোদের দেশকে উন্নত করবো

পাহাড় সমান জয় দিয়ে।

Sponsors of Farhana-liza
empty
empty
empty

9
$ 0.12
$ 0.12 from @TheRandomRewarder
Sponsors of Farhana-liza
empty
empty
empty
Avatar for Farhana-liza
4 years ago

Comments

Onak sundor likhachan apu sopno amadar bacte sikhai sopno chara manusar jibonar kono disa thake na

$ 0.00
4 years ago

স্বপ্ন ছাড়া মানুষ রাডার ছাড়া জাহাজেত মতো। স্বপ্ন মানুষকে বাচতে শেখায়। জীবনের পূর্নতা দেয় স্বপ্ন।

$ 0.00
4 years ago

ঠিক বলেছেন

$ 0.00
4 years ago

আপনার লেখা কবিতাটি অনেক সুন্দর হয়েছে। স্বপ্ন পূরণের জন্য সর্বদা কাজ করে যেতে হবে। ধন্যবাদ

$ 0.00
4 years ago

কবিতার প্রতিটি লাইন আর শেষের শব্দগুলোর সাথে পরের লাইনের শব্দের ভালো মিল রয়েছে।অনেক ভালো লাগলো।ধন্যবাদ আপু।

$ 0.00
4 years ago

Donnobad

$ 0.00
4 years ago

Lyf is nothing without dream

$ 0.00
4 years ago