স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়
স্বপ্ন যোগায় আশা,
স্বপ্নকে নিয়ে সুখ-দুঃখ
স্বপ্ন জোগায় ভাষা।
মানুষ যখন ক্লান্ত হয়ে
থামে চলার পথে,
স্বপ্ন তখন জোগায় দিশা
জীবন চলার পথে।
স্বপ্ন মানুষকে হাঁটতে শেখায়
দেখায় পথের দিশা
স্বপ্ন মানুষকে দিয়ে চলে
দূরের পথের নিশা।
স্বপ্ন কাটির ছোঁয়া এসে
জীবন হয় রঙ্গিন,
পৃথিবীর সমান স্বপ্ন নিয়ে
এগিয়ে চলায় শৌখিন।
স্বপ্নকে বন্ধু ভেবে
আশাকে বাধো বুকে,
আগামীকে শিখাতে হবে
ভয় উচ্চারণ নয় মুখে।
মোরাএকদিন সফল হব
স্বপ্ন কে সাথে নিয়ে,
মোদের দেশকে উন্নত করবো
পাহাড় সমান জয় দিয়ে।
Onak sundor likhachan apu sopno amadar bacte sikhai sopno chara manusar jibonar kono disa thake na