মসলা খিচুড়ি

12 28
Avatar for Farhana-liza
4 years ago

পোলাও এর চাল-৩কাপ

মসুর ডাল-১/২কাপ

মটর ডাল-১/২কাপ

ছোলার ডাল-১/২কাপ

মুগ ডাল-১/২কাপ

মাষকলাই ডাল-১/২কাপ

তেজপাতা-২টি

পানি- ২০কাপ

পেঁয়াজ-১০টি

আদা বাটা- ১টে, চামচ

রসুন বাটা-১চা, চামচ

হলুদ বাটা-২টে, চামচ

ধনে বাটা-১ টে, চামচ

ঘি-১/২কাপ

জিরা টালা গুঁড়া-১টে, চামচ

লবণ-১/২টে, চামচ

কাঁচা মরিচ-১০টি

চাল,ডাল একসঙ্গে ধুয়ে পানি দিয়ে চুলায় দিতে হবে।চাল ডাল সিদ্ধ হলে এবং পানি অর্ধেক শুকালে বাটা মসলা, তেজপাতা,লবন দিয়ে দিতে হবে। পানি শুকিয়ে এলে ঘন ঘন নাড়তে হবে।

৫টি পেঁয়াজ মোটা করে শিলে ছেঁচে নিতে হবে।

খিচুড়ি ঘন হলে পেঁয়াজ, কাঁচা মরিচ ও জিরা দিয়ে ৩-৪ মিনিট পর চুলা থেকে নামিয়ে নিতে হবে।হাঁড়ির মুখ খোলা রাখতে হবে।

ঘি দিয়ে বাকি পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে। এবার বেরেস্তা খিচুড়ি যে মিশিয়ে নিতে হবে।হাঁড়ির মুখ একটু খোলা রেখে ঢেকে দিতে হবে।

12
$ 0.35
$ 0.35 from @TheRandomRewarder
Sponsors of Farhana-liza
empty
empty
empty
Avatar for Farhana-liza
4 years ago

Comments

অন্যরকম ভিন্ন স্বাদের খিচুড়ি

$ 0.00
4 years ago

Khichuri khete kar na valo lage bolun. Sobai khichuri onek pochondo kore. Ar moshla khichuri kichuta vinnodhormi item.

$ 0.00
4 years ago

খিচুড়ি আমার সবচেয়ে প্রিয় একটি খাবার। আর খিচুড়ির মধ্যে যদি মাংস থাকে তাহলে তো কথাই নেই। আপনার মসলা খিচুড়ি রেসিপিটা আমার অনেক ভালো লেগেছে। আশা করি সবসময় এভাবেই রেসিপি লিখবেন।

$ 0.00
4 years ago

ধন্যবাদ আপনাকে আমার রেসিপি পড়ার জন্য।

$ 0.00
4 years ago

গরুর খোরমা + খিচুরি। এই কম্বিনেশন টা খুব ভালো লাগে।

$ 0.00
4 years ago

kichure amar khub valo lage most of the time i cook it

$ 0.00
4 years ago

হা আমার ও অনেক ভালো লাগে খিসুড়ী

$ 0.00
4 years ago

আম্মু আমাকে আজকেই করে দিলো এই খিচুড়ি সত্যি বলতে অসুস্থতার মাঝে এটি একটি common খাবার।

$ 0.00
4 years ago

খিচুড়ি আমার ভালো লাগেনা।অনেক সময় খাওয়া হই তবে মসলা খিচুড়ি খাওয়া হই নাই তবে বাড়িতে বানাতে হবে।

$ 0.00
4 years ago

সবাইকে ধন্যবাদ। আমার রেসিপি কষ্ট করে পড়ার জন্য।

$ 0.00
4 years ago

আমাদের ঘরের সবার পছন্দের খাবার। এটা অনেক পুষ্টিকর খাবার

$ 0.00
4 years ago

বর্তমান সময়টা বর্ষার মৌসুম হওয়ার কারণে খিচুড়ি সবারই প্রিয় খাবার। ব্যক্তিগতভাবে এই সময় আমি খিচুড়ি খেতে খুবই ভালোবাসি।

$ 0.00
4 years ago