"মশা"

12 19
Avatar for Farhana-liza
4 years ago

Sponsors of Farhana-liza
empty
empty
empty

ছোট্ট একটা প্রাণী আছে

নাম যে তার মশা,

রাতের বেলা তার কারণে

যায় না ঘরে বসা।

যখন আমি পড়তে বসি,

দেখতে তারে পাই,

তার কামড়ের ভয়ে আমি

পড়াই ভুলে যাই।

পড়তে বসে মশার কামড়

সে কি ভীষণ জ্বালা।

কানের কাছে ভো ভো করে

ঘোরে সারাবেলা।

যখন আমি মশার কয়েল

জ্বালিয়ে দিয়ে ঘরে,

দুষ্ট মশা তখন দ্রুত

পালিয়ে যায় দূরে।

8
$ 0.00
Sponsors of Farhana-liza
empty
empty
empty
Avatar for Farhana-liza
4 years ago

Comments

আহা, কি সুন্দর একটা কবিতা লিখেছেন আপু মশা নিয়ে। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে মশা নিয়ে এতো সুন্দর একটা কবিতা লেখার জন্য।

$ 0.00
4 years ago

ধন্যবাদ কবিতা পছন্দ করার জন্য

$ 0.00
4 years ago

আপনাকেও অনেক ধন্যবাদ এতো সুন্দর একটা কবিতা শেয়ার করার জন্য।

$ 0.00
4 years ago

মশা নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন তো।এটা যদিও ক্ষুদ্র একটা জীব কিন্তু এটিই বড় বড় রোগ সৃষ্টির জন্য দায়ী যেমনঃম্যালেরিয়া,ডেঙ্গু, চিকুনগুনিয়া ইত্যাদি। তাই আমাদের এর থেকে সচেতন থাকতে হবে

$ 0.00
4 years ago

বর্তমান সময়ে করোনার প্রকোপ আমাদের জীবন দুর্বিসহ করে তুলেছে। বর্তমান সময়ে মশা থেকে আমাদের দূরে থাকতে হবে। কারণ এই সময়টা ডেঙ্গু জ্বর হয়ে থাকে।

$ 0.00
4 years ago

বাহ! অসাধারণ কবিতা। 😅 অনেক ভালো লাগলো। মশা আমাদের রক্ত খেয়ে বেঁচে থাকে। আপু মশার কয়েক জ্বালানো হলেও অনেক সময় কাজ হয়না 😅 আপনাকে অসংখ্য ধন্যবাদ এটি শেয়ার করার জন্য 💕

$ 0.00
4 years ago

মশা নিয়ে কবিতা?ক্রিয়েটিভ আইডিয়া।আর হ্যা,অনেক ভাল লিখেছেন।মশারা যদি পড়ালেখা জানতো তাহলে কবিতা পড়ে কিছু শিখতে পারতো আর আমরাও পেতাম কিছুটা স্বস্তি।

$ 0.00
4 years ago

ধন্যবাদ আপনাকে

$ 0.00
4 years ago

আপনাকে আসলে সালাম দিবো ,,, বিয়াধব টাকে নিয়ে কবিতা ,,, ওহহহহহহহ ,, আম্মা 4টা কয়েল রাতে লাগিয়ে রাখে তাও অসম্ভব

$ 0.00
4 years ago

সুন্দর লেখা। মশার কামর খেয়ে ডেঙ্গু হয়। মশা থেকে সবাইকে সাবধান এ থাকা দরকার। মশার কবিতা পরে খুব ভাল লাগল।

$ 0.00
4 years ago

খুব বিরক্তকর একটা প্রাণী। দেখলেই মন চায় মাথায় চড় দি কষে, দাঁত টেনে ছিঁড়ে দি । খুব সুন্দর প্রবন্ধ, লেখা গুলো খুব সুন্দর।

$ 0.00
4 years ago

ঠিক বলেছেন

$ 0.00
4 years ago