ছোট্ট একটা প্রাণী আছে
নাম যে তার মশা,
রাতের বেলা তার কারণে
যায় না ঘরে বসা।
যখন আমি পড়তে বসি,
দেখতে তারে পাই,
তার কামড়ের ভয়ে আমি
পড়াই ভুলে যাই।
পড়তে বসে মশার কামড়
সে কি ভীষণ জ্বালা।
কানের কাছে ভো ভো করে
ঘোরে সারাবেলা।
যখন আমি মশার কয়েল
জ্বালিয়ে দিয়ে ঘরে,
দুষ্ট মশা তখন দ্রুত
পালিয়ে যায় দূরে।
আহা, কি সুন্দর একটা কবিতা লিখেছেন আপু মশা নিয়ে। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে মশা নিয়ে এতো সুন্দর একটা কবিতা লেখার জন্য।