পৃথিবীর প্রতিটি দেশের জাতীয় পতাকা রয়েছে। জাতীয় পতাকা জাতির গর্ব ও আত্ম-পরিচয়ের অনুষঙ্গ। স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের ও রয়েছে একটি জাতীয় পতাকা। বাংলাদেশের জাতীয় পতাকাটির রং ,আকৃতি ও ব্যবহার১৯৭২ সালের জাতীয় পতাকা বিধিমালা দ্বারা নিয়ন্ত্রিত।
বর্তমান পতাকাটি ১৯৭২ সালের ১৭ জানুয়ারি গৃহীত হয়, যার আয়তাকার মূল জমিন ঘন সবুজ আর মাঝখানে টকটকে রয়েছে লাল বৃত্ত। মুল পাতাকার ডিজাইন বা নকশা করেন শিল্পী কামরুল হাসান। বাংলাদেশের পতাকা সর্বপ্রথম ১৯৭১ সালের ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে উত্তোলন করা হয়। ডাকসুর তৎকালীন বিপি আ,স,ম, আব্দুর রব পতাকা উত্তোলন করেন। প্রথম বা মুল পতাকায় লাল বৃত্তের মাঝখানে ছিল বাংলাদেশের মানচিত্র।
১৯৭২ সালে পতাকা থেকে মানচিত্র তুলে দেওয়া হয়। ১৯৭১সালের ২শে মার্চ স্বাধীনতা ঘোষণা উপলক্ষে বঙ্গবন্ধু তার বাসভবনে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত হল-আকৃতির পার্থক্য পতাকার মাপ হতে পারে যথাক্রমে ৩০৫ সেন্টিমিটারx১৮৩ সেন্টিমিটার, ১৫২ সেন্টিমিটার.x৯১ সেন্টিমিটার, ৭৬ সেন্টিমিটার,x৪৬ সেন্টিমিটারx১৮৩ সেন্টিমিটার এবং গাড়িতে ব্যবহারের জন্য ৩৮ সেন্টিমিটার,x২৩ সেন্টিমিটার, ও ২৫ সেন্টিমিটারx১৫ সেন্টিমিটার।
জাতীয় পতাকার সবুজ রং বাংলাদেশের সবুজ শ্যামল প্রকৃতির প্রতীক এবং লাল রং দেশের জন্য আত্মদানকারী শহীদদের রক্তের প্রতীক। তাছাড়া লাল বৃত্ত স্বাধীনতাও সার্বভৌমত্বের প্রতীক ও বটে। জাতীয় পতাকা আমাদের গৌরব ও অহংকারের প্রতীক। এর সম্মান রক্ষা করা সবার দায়িত্ব। এর ব্যবহার বিধির লঙ্গন দণ্ডনীয় অপরাধ।
Jatiyo potaka amar gorbo amar ohogkar koto tag titikhar por ai potaka payachi amra. Love u bagladesh