একটি শিশু যখন মায়ের গর্ভে থাকে তখন শিশুর দেহ গঠনের জন্য মায়ের পুষ্টি চাহিদা বেড়ে যায়। একজন গর্ভবতী মায়ের খাদ্য এ যদি নিজের ও সন্তানের চাহিদা পূরণের জন্য উপযুক্ত পুষ্টি উপাদান না থাকে তাহলে মা ও শিশু উভয়ের স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হয়ে পড়তে পারে।তাই মায়ের সুস্থ তা এবং শিশুর সঠিক বৃদ্ধি ও বিকাশ এর জন্য প্রয়োজনীয় সুষম খাবার যেখানে সকল প্রয়োজনীয় পুষ্টি উপাদান বিদ্যমান থাকবে। আমাদের দেশে কুসংস্কার এ প্রভাবিত হয়ে অনেক গভবতী মহিলা পুষ্টিকর খাবার গ্রহণ করেন না যার ফলে গর্ভকালীন বাড়তি পুষ্টি চাহিদা পূরণ হয়না। এতে মা ও শিশুর যে সমস্যা দেখা দিতে পারে তা হল.....
১/রক্ত স্বল্পতা
২/দূর্বলতা
৩/বিভিন্ন গভকালীন জটিলতা।
শিশুর জন্মগত ত্রুটি থাকতে পারে। মানসিক বিকাশে বাধা হতে পারে।রোগ প্রতিরোধ ক্ষমতা কম হতে পারে।
তাই মায়ের পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করতে হবে।
Pregnancy is the best part of a mother. Every woman want to be a mother. Pregnancy is that kind of step.