সামাজিক ও জাতীয় জীবনে সাফল্য অর্জনের পূর্বশর্ত ঐক্যবদ্ধ প্রয়াস। সংঘ শক্তির উত্থানে সাফল্যের ঝান্ডা উডডীন হয়। ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে অনেক অসাধ্য ও দুরহ কাজ সম্পন্ন করা যায়।
মানুষ একা বাস করতে পারে না। মানুষ মাত্রই পরিবার এবং সমাজ বন্ধনে আবদ্ধ। সভ্যতার আদি লগ্নে মানুষ ঐক্যবদ্ধ হয়ে সকল প্রকার প্রতিকূলতাকে মোকাবেলা করেছে। প্রতিকূল পরিবেশে অস্তিত্ব রক্ষার সংগ্রামী মানুষ সঙ্ঘবদ্ধ হয়ে দেখতে পাই, সে অনেক নিরাপদ, অনেক শক্তিশালী।
সংঘশক্তির প্রতি মানুষের আনুগত্যের এই ধারা আজও বিদ্যমান। কিছু কিছু কাজ আছে যা একক প্রচেষ্টায় সম্পন্ন করা যায়। কিন্তু সমাজের সামগ্রিক কল্যাণে একক প্রচেষ্টার কোন মূল্য নেই।প্রতিটি বৃহৎ এবং মহৎ কাজের জন্য প্রয়োজন ঐক্যবদ্ধ প্রচেষ্টা। পারিবারিক এবং জাতীয় অগ্রগতির জন্য একতাবদ্ধ বল এর কোন বিকল্প নেই।কোন একটি পরিবারের সদস্যদের মধ্যে যদি একথা বিনষ্ট হয় তবে সেই পরিবারের অগ্রগতি ও উন্নতির পথ রুদ্ধ হতে বাধ্য। এছাড়া অনেক ক্ষেত্রে শত্রুপক্ষের প্রতিহিংসা চরিতার্থ করার পথ উন্মুক্ত হয়ে যায়।
সামাজিক এবং জাতিগত একতার অভাবে অনুরোপ কুফল পরিদৃষ্ট হয়। সামাজিক অনৈক্য ও গোষ্ঠীগত বিভেদের কারণে পৃথিবীর অনেক জাতি ধ্বংস হয়ে গেছে কিংবা পেছনে পড়ে রয়েছে। একতার শক্তির সুফল অপরিসীম। একতা, পরিবার ,সমাজ ও জাতির অগ্রগতির চাবিকাঠি। একতা সমৃদ্ধি ও উন্নতির প্রধান সহায়। আমরা সকলেই জনৈক বৃদ্ধ এবং তার বিবদমান ছেলেদের কথা জানি। বৃদ্ধ তার ছেলেদেরকে একতার শিক্ষা দিয়েছিলেন। জাতীয় ঐক্য ও সংহতির কারণে পৃথিবীতে অনেক জাতীয় উন্নতির শিখরে পা রাখতে সক্ষম হয়েছে। সমাজ ও দেশের উন্নয়নের স্বার্থে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে ।বিচ্ছিন্নতা আমাদের জন্য অমঙ্গল ডেকে আনবে।
thik bolachan apni aktai bol karon akjon manus khub sohojai hara jai kintu akotro hoa kaj korle sekhane harar voi thake na