চিড়ার পোলাও

12 17

চিড়া-১কাপ

আলু মাঝারি-১টি

ফুলকপি ছোট-১টি

মটরশুটি ছাড়ানো-১/২কাপ

গাজর-১টি

পোস্তদানা-২চা, চামচ

লবণ পরিমাণমতো

দারচিনি-২টুকরা

এলাচ-২টি

লবঙ্গ-২টি

কাঁচা মরিচ-৩টি

সয়াবিন তেল- ১/২কাপ

চিড়া ঝেরে বেছে নিতে হবে।চিড়া ধুয়ে পানি ঝরিয়ে ঢেকে রাখতে হবে। নরম ও ঝরঝরে হলে রান্নার উপযোগী হবে।

আলু ,কপি ছোট টুকরা করে তেলে আলাদা আলাদা ভেজে তুলে নিতে হবে। মটরশুটি ও গাজর গরম পানিতে তিন মিনিট ভাপিয়ে নিতে হবে।

কড়াইয়ে তেল গরম করে গরম মসলা ও পোস্ত দানা ফোড়ন দিতে হবে। চিড়া, মটরশুটি, গাজর দিয়ে সামান্য ভেজে আলু, ফুলকপি দিয়ে দিতে হবে। নেড়ে কাঁচামরিচ ও কারিপাতা দিয়ে দু তিন মিনিট ভেজে নিতে হবে।

ইচ্ছে করলে ডিমের ঝুরি করে অথবা যেকোন মাংস দেওয়া যায়। যার যার পছন্দ অনুযায়ী। এটা গরম গরম খেতে খুব ভালো লাগে।

9
$ 0.27
$ 0.27 from @TheRandomRewarder
Sponsors of Farhana-liza
empty
empty
empty

Comments

চিড়ার পোলাও অনেক মজার একটা খাবার। অনেক বেশি সুস্বাদু, যদিও আমি কখনো খাইনি আগে। তবে রেসিপি দেখে সেটা বোঝাই যাচ্ছে।

$ 0.00
4 years ago

হা আপু চিড়ার পোলাও খেতে আসলেই অনেক মজা।

$ 0.00
4 years ago

Hum amar receipe dekhei khete icche korteche. Tobe ami basay obosshoi chirar polao er receipe ta try korbo.

$ 0.00
4 years ago

পোলাও আমার ভালো খাবার তবে সবসময় খাওয়া হই না তবে চিড়ার পোলাও কখনো খাওয়া হই নাই।

$ 0.00
4 years ago

চিড়ার পোলাও!ফার্স্ট শুনলাম।না খেয়ে বলতে পারছি না।বাট আশা করি ভিন্ন স্বাদ পাবো!

$ 0.00
4 years ago

প্রায় খাওয়া হয় নাস্তায় চিড়ার ঝাল প্রায়। যেটা নরমাল ভার্সন চিড়ার পোলাও এর। চিড়ার পোলাও খাইছি অনেকবার গরুর মাংসের ঝাল ভুনার সাথে। অনেক অনেক ভালো লাগছিলো।

$ 0.00
4 years ago

চিড়ার ঝাল ভাজা শুধু ডিম দিয়ে ওটাও খুব পছন্দের। আম্মুকে যে কয়টা খাবারের জন্য বিরক্ত করি এর মধ্যে চিড়ার ঝাল ফ্রাইটা বেশি। এরপর আসছে আপনার রেসিপি। ৮/৯ বার খাইছি খালার বাসায়। সাথে ছিলো মুরগি ভুনা আর গরুর রেজালা। আর কি লাগে বলেন এগুলার সাথে...

$ 0.00
4 years ago

চিড়ার পোলাও একটি অসাধারণ রেসিপি। ধন্যবাদ আপনাকে চিড়ার পোলাও রেসিপিটা লেখার জন্য। আশা করি আরও সুন্দর সুন্দর রেসিপি লিখবেন।

$ 0.00
4 years ago

wow nic and yammmi recipe.

$ 0.00
4 years ago

Thanks

$ 0.00
4 years ago

এই রেসিপিটি এখনো আমি বানাই নাই তবে ইচ্ছে আছে বানানোর

$ 0.00
4 years ago