Would it

1 12
Avatar for Fahad
Written by
3 years ago

Would, Could, May = বিনয় প্রকাশ করার জন্য

প্রয়োগ ক্ষেত্র : বিশেষ করে বেশী বিনীতভাবে কথা বলার ক্ষেত্রে ব্যবহৃত হয় ।

So that = এতই যে

প্রয়োগ ক্ষেত্র : বাংলা বাক্যে দ্বারা " এতই যে " অর্থ প্রকাশ পেলে ।

As long as = যতবার ... ততবার / যতদিন ... ততদিন

প্রয়োগ ক্ষেত্র : "যতবার ততবার / যতদিন ততদিন দ্বারা বাক্য গঠন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়"

No sooner had = দেখতে না দেখতেই .... চলে গেল

প্রয়োগ ক্ষেত্র : "একটা ঘটনা ঘটতে না ঘটতেই আরেকটা ঘটনা ঘটলে " এই নিয়ম ব্যবহৃত হবে ।

The worst thing about being = কিছু হওয়ার সবচেয়ে খারাপ দিকটা হলো যে...

প্রয়োগ ক্ষেত্র : " কিছু হওয়ার সবচেয়ে খারাপ দিকটা উল্লেখ করার ক্ষেত্রে ব্যবহৃত হয় "

The worst thing about = সবচেয়ে খারাপ দিকটা হলো যে...

প্রয়োগ ক্ষেত্র : " কোন কাজ করার সবচেয়ে খারাপ দিকটা উল্লেখ করার ক্ষেত্রে ব্যবহৃত হয় "

The best thing about being = কিছু হওয়ার সবচেয়ে ভাল দিকটা হলো যে...

প্রয়োগ ক্ষেত্র : " কিছু হওয়ার সবচেয়ে ভাল দিকটা উল্লেখ করার ক্ষেত্রে ব্যবহৃত হয় "

The best thing about = সবচেয়ে ভাল দিকটা হলো যে...

প্রয়োগ ক্ষেত্র : " কোন কাজ করার সবচেয়ে ভাল দিকটা উল্লেখ করার ক্ষেত্রে ব্যবহৃত হয় "

After being + Adjective / Noun = হওয়ার পর

প্রয়োগ ক্ষেত্র : " কর্তার কিছু হওয়ার পর কিছু করা "

Before being + Adjective / Noun = হওয়ার পূর্বে

প্রয়োগ ক্ষেত্র : " কর্তার কিছু হওয়ার পূর্বে কিছু করা "

Had + N/P = কর্তার অতীতে কিছু ছিল

প্রয়োগ ক্ষেত্র : " কর্তার অতীতে কিছু ছিল অর্থে ব্যবহৃত হয় যেমন: তার কলম ছিল, আমার একটি সুন্দর বাগান ছিল "

Be verb (am,is,are / was,were) + N/P = কর্তা বর্তমানে কিছু বা অতীতে কিছু ছিল

প্রয়োগ ক্ষেত্র : " কর্তা বর্তমানে নিজে কিছু বা অতীতে কিছু ছিল অর্থে ব্যবহৃত হয় যেমন: সে একজন শিক্ষক, তিনি একজন শিক্ষক ছিলেন "

Having + verb (past participle) = ইয়া / ইয়ে ।

প্রয়োগ ক্ষেত্র : প্রথম বাক্যের শেষে " ইয়া / ইয়ে উচ্চারিত হলে যেমন: করিয়া, হইয়া, শিখিয়া, পেয়ে, শিখে থাকলে"

Must be + able to be = অবশ্যই.........হতে পারবে / হতে পারবো অর্থে ব্যবহৃত হয় ।

প্রয়োগ ক্ষেত্র : বাক্যের কর্তা " অবশ্যই কিছু হতে পারবে "

Must be + able to = অবশ্যই........তে পারবে / তে পারবো অর্থে ব্যবহৃত হয় ।

প্রয়োগ ক্ষেত্র : বাক্যের কর্তা " অবশ্যই কিছু করতে পারবে "

Will be + able to be = হতে পারবে / হতে পারবো অর্থে ব্যবহৃত হয়।

প্রয়োগ ক্ষেত্র : বাক্যের কর্তা " কিছু হতে পারবে "

1.If = যদি অবাস্তব ইচ্ছা প্রকাশ পায়

প্রয়োগ ক্ষেত্র : কোন বাক্য দ্বারা অবাস্তব ইচ্ছা প্রকাশ পেলে । যেমন: যদি সে কচি খোকা হত আমরা কোন প্রশ্ন তুলতাম না ।

2.If clause টি past perfect tense এর হলে

প্রয়োগ ক্ষেত্র : বাক্য দ্বারা যখন এইরুপ শর্ত বুঝায়: আমি যদি শিমুলকে দেখতাম তবে তাকে জানাতাম ।

3.If = অতীত কালে কোন শর্ত বুঝালে

প্রয়োগ ক্ষেত্র : কোন বাক্য দ্বারা অতীত কালে কোন শর্ত বুঝালে । যেমন: তুমি যদি না আসতে সে তোমাকে বকা দিত ।

4.If = বর্তমান কালে কোন শর্ত বুঝালে

প্রয়োগ ক্ষেত্র : কোন বাক্য দ্বারা বর্তমান কালে কোন শর্ত বুঝালে । যেমন: তুমি যদি বৃষ্টিতে ভেজ, তোমার ঠান্ডা লাগবে ।

I have to do this. I went to like for you. Do not this Cooper mystery ahare didn't bad hahgue jaita hsvs hung gates hatte hatte have irbb katydid hshusjs this.

2
$ 0.00
Avatar for Fahad
Written by
3 years ago

Comments

well you have got a great skill of writing english,thank brother you are so helpful

$ 0.00
3 years ago