Spoken English

2 11
Avatar for Fahad
Written by
4 years ago

ব্যবহৃত সবচেয়ে কমন

২০ টি শব্দের অর্থ:

.

.

১. এমনকি- even

২. যদি- if

৩. আচ্ছা- well

৪. মোটামুটি- so so

৫. অবশ্যই- of course/

নিশ্চই- sure

৬. স্পটতভাবেই-

obviously

৭. যেন- as if

৮. তখন/তারপর- then

৯. সবচেয়ে ভালো- best

১০. সবচেয়ে খারাপ-

worst

১১. এটা/ইহা- this

১২. সেটা/ওটা- that

১৩. এখানে- here

১৪. সেখানে/ওখানে-

there

১৫. এবার- this time

১৬. এজন্য- that's why

১৭. টি/টা- the

১৮. হওয়া/থাকা- (am/

is/are)

১৯. ছিল/ছিলাম/

ছিলে- was/were

২০. র/এর- of

Bidyut Datta

I was narrowly escaped.

অল্পের জন্য বেঁচে গেছি।

It happens sometimes.

এরকম মাঝে মাঝে ঘটে।

I better be off.

আমি বরং যাই।

Have it your way.

তোমার যেভাবে ইচ্ছা সেভাবে কর।

This is the first time I've been here.

আমি এখানে প্রথমবার এসেছি

You are a skeptical

তুমি সন্দেহ প্রবন।

Why are you so up today?

তোমাকে এত খুশি খুশি লাগছে কেন আজ?

Why you look so down?

তোমাকে এত মন খারাপ দেখাচ্ছে কেন?

The food is hot, blow it cool.

খাবার গরম, ফুঁ দিয়ে খাও।

You are hiding something back from me.

আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ তুমি।

All seems yellow to the jaundiced eye.

চক্ষু মন্দ তো জগৎ মন্দ।

The poor seeks food, the rich appetite.

দরিদ্রে আহার খোঁ‍জে, ধনীতে খোঁজে ক্ষুধা।

Patch up your disputes.

ঝগড়া মিটিয়ে ফেল।

I have grit in my eyes.

আমার চোখে বালু গেছে।

I don't get myself involved in the hassle.

আমি ওই ঝামেলায় নিজেকে জড়াইনি।

posted by Bidyut Datta

acute তীব্র

ad.agency বিজ্ঞাপণী সংস্থা

adage প্রবাদবাক্য

adamant অত্যন্ত কঠিন বস্তু

adapt পরিবর্তনের দ্বারা উপযোগী করা

adaptabipty অভিযোজন ক্ষমতা

adaptable পরিবর্তন যোগ্য

adaptation অভিযোজন

add যোগ

add সংযুক্তকরণ

added যোগ করা হয়েছে

addict নেশাগ্রস্ত

addicted আসক্ত

addictive নেশা ধরানো

addition সংযোজন

additional অতিরিক্ত

additionally অতিরিক্তভাবে

additions সংযোজন

address ঠিকানা

address সম্বোধন করা

addressed উদ্দেশ্যে বলা

addressee প্রাপক

addresses ঠিকানা

adduce উদ্বুদ্ধ করা

adept সুদক্ষ ব্যক্তি

adequacy প্রাচুর্য

adequate যথেষ্ট

adhere অনুগত থাকা

adherence অনুগত্য

adherent অনুগত

adhesive আঠা

adieu বিদায়

adjacent সংলগ্ন

adjective বিশেষণ

adjournment মুলতবি

adjudicate রায় দেওয়া

adjudication বিচারকের রায়

adjudicator বিচারক

adjunct বিশেষণ

adjust সমন্বয়সাধন

adjustable সমন্বয়যোগ্য

adjusted সমন্বয়কৃত

adjustment সমন্বয়সাধন

adjustments সমন্বয়

administer পরিচালনা

ইংলিশে সুন্দর করে কথা বলার জন্য ৫০ টি উপমা

As Bitter As Gall. ➟ বিষের মত তেতো।

As Black As Coal. ➟ কয়লার মত কালো।

As Blind As Bat. ➟ বাদুরের মত অন্ধ।

As Brave As Lion. ➟ শিংহের মত সাহসী।

As Bright As A Day. ➟ দিনের মত উজ্জ্বল।

As Brisk As Butterfly. ➟ প্রজাপতির মতচঞ্চল।

As Brittle As Glass. ➟ কাচের মত ভঙ্গুর।

As Busy As Bee. ➟ মৌমাছির মতো ব্যস্ত।

As Busy As Bee. ➟ মৌমাসির মত ততপর।

As Changeable As Weather. ➟ আবহাওয়ারমত পরিবর্তনশীল।

As Cheerful As Lark. ➟ ভরত পাখির মতআনন্দপূর্ণ।

As Clear As Crystal. ➟ স্কটিকের মত স্বচ্ছ।

As Clear As Day. ➟ দিনের আলোর মতপরিস্কার।

As Cold As Marble. ➟ পাথরের মত ঠান্ডা।

As Cool As Cucumber. ➟ শশার মত ঠান্ডা।

As Cunning As A Fox. ➟ শেয়ালের মত ধুর্ত।

As Dark As Pitch. ➟ পীচের মত কালো।

As Dead As Stone. ➟ পাথরের মত প্রাণহীন।

As Dry As Dust. ➟ ধুলোর মত শুকনো।

As Fair As A Rose. ➟ গোলাপের মত সুন্দর।

As Fierce As A Tiger. ➟ বাঘের মত ভয়ংকর।

As Firm As Rock. ➟ পাষানের মত দৃঢ়।

As Fit As Fiddle. ➟ বেহালার মত কর্মক্ষম।

As Free As Air. ➟ বাতাসের মত স্বাধীন।

As Free As Wind. ➟ হাওয়ার মত স্বাধীন।

As Fresh As A Rose. ➟ গোলাপের মত তাজা।

As Fresh As A Rose. ➟ গোলাপের মত সতেজ।

As Fresh As Dew. ➟ শিশিরের মত তাজা।

As Gentle As Lamb. ➟ মেষশাবকের মত শান্ত।

As Good As Gold. ➟ সোনার মত খাটি।

As Grave As A Judge. ➟ বিচারকের মত গম্ভীর।

As Greedy As Wolf. ➟ নেকড়ের মত লোভী।

As Green As Grass. ➟ ঘাষের মত সবুজ।

As Happy As A King. ➟ রাজার মত সুখী।

As Hard As Flint. ➟ চকমকি পাথরের মতকঠিন।

As Hoarse As Crow. ➟ কাকের মত কর্কশ।

As Light As Feather. ➟ পালকের মত হালকা।

As Loud As Thunder. ➟ বজনাদের মতজোড়ালো।

As Mute As Fish. ➟ মাসের মত বোবা।

As Old As Hills. ➟ পর্বতের মত প্রাচীন।

As Pale As Death. ➟ মৃত্যুর মত পান্তুর।

As Playful As Kitten. ➟ বিড়াল ছানার মতক্রীড়ামোদী।

As Quick As Thought. ➟ চিন্তার মত গতিশীল।

As Red As Rose. ➟ গোলাপের মত লাল।

As Round As Ball. ➟ বলের মত গোল।

As Sharp As Razor. ➟ ক্ষুরের মত ধারালো।

As Silent As Grave. ➟ কবরের মত নীরব।

As Silly As A Sheep. ➟ ভেড়ার মত মূর্খ।

As Silly As Sheep. ➟ খরগোশের মত বোকা

posted by Bidyut Datta

I have to did there are many kind of this. I went to hereafter touching forms to your like this.

3
$ 0.00
Avatar for Fahad
Written by
4 years ago

Comments

you are so much intelligent boy.You have a great knowledge in English.I think you will establish yourself as an English teacher

$ 0.00
4 years ago