ইংরেজি শব্দের কিছু উচ্চারণ বিধি-

3 7
Avatar for Fahad
Written by
3 years ago

⭕ কোন শব্দে "D" এর পর G হলে "D" এর উচ্চারণ হয় না। যেমন:- Knowledge (নলেজ), Judge(জাজ), Bridge, Coleridge.

-

⭕ K এর পর n হলে K এর উচ্চারণ হয় না। যেমন:- Know (নো), Knee (নী), Knife (নাইফ), Knowledge (নলেজ)।

-

⭕ G এর পর Vowel থাকলে G এর উচ্চারণ "গ" হয়। যেমন:- Garden (গার্ডেন), Good (গুড), Guide (গাইড), Give, Get, Gift।

-

⭕ S এর পর H হলে S এর সর্বদা "শ" হয়। যেমন:- Bangladesh (বাংলাদেশ), Bush, Cash.(সাধারণত word এর শেষে)

-

⭕ কোন শব্দের মধ্যে "T" এর পর U হলে "T" এর উচ্চারণ "চ" হবে। যেমন:- Future (ফিউচার), Century (সেনচুরী), Mixture, Fixture.

⭕ W এর পর h/r হলে W এর উচ্চারণ হয় না। যেমন:- Write (রাইট), Wrong (রং), Who (হু), Wh-question এর সব।

-

⭕ T এর পর io হলে "T" এর উচ্চারণ "শ" হয়। যেমন National (ন্যাশনাল)।

-

⭕ i/u এর পর gh হলে gh এর উচ্চারণ হয় না, যদি হয় "ফ" এর মত হবে। যেমন:- Eight (এইট), Right (রাইট), High (হাই), Enough (এনাফ), Cough (কফ)।

-

⭕ ng একত্রে হলে ং"এর উচ্চারণ হয়। যেমন:- Bangladesh (বাংলাদেশ)।

-

⭕ শব্দের শেষে e থাকলে "e" এর উচ্চারণ হয় না। যেমন:- Name (নেইম), Come (কাম), Take (টেক)।

-

#The

কখন 'দি' আর কখন 'দ্যা' উচ্চারণ হবে?

-

সূত্র: দাদির CV শব্দটি consonant দ্বারা শুরু হলে হলে উচ্চারণ 'দ্যা' হয়।

শব্দটি vowel দ্বারা শুরু হলে উচ্চারণ 'দি' হয়।

.

⭕ যখন কোন শব্দে gm বা gn থাকলে G এর উচ্চারণ Silent হয়। অর্থাৎ, G এর পরেই যদি "n"/ 'm' থাকে তবে G silent থাকে। Example:

1.Sign (সাইন) - চিহ্ন।

2.Campaign (ক্যামপেন) - প্রচার।

3.Reign (রেইন) - শাসন।

4.Design (ডিজাইন) - নকশা।

5.Resign (রিজাইন) - পদত্যাগ।

-

⭕ C-এর উচ্চারণ কখন 'ক' আর কখন 'স' হবে ?

.

Rule (1): C-এর পরে যদি A, L, O, R, U হয় তাহলে তার উচ্চারণ 'ক' হয়। কিছু সহজ উদাহরণ পড়ে মিলিয়ে দেখুন:-

Can (v, ক্যান্) - পারা।

Class (n, ক্লাস্) - শ্রেণি।

Colour (n, কালার্) - রং।

Cup (n, কাপ্) - পেয়ালা।

Crime (n, ক্রাইম্) - দুর্নীতি।

(i & e ব্যাতিত যেকোন vowel যদি C পরে বসে তবে উচ্চারণ 'ক' হবে।)

.

Rule (2): C-এর পরে যদি I, E, Y থাকে তাহলে তার উচ্চারণ 'স' হবে। দেখে নিই কিছু সহজ উদাহরণ:-

Center (n, সেন্টার্) - কেন্দ্র।

Ceiling (n, সিলিং) - ভেতরের দিকের ছাদ।

Cinema (n, সিনেমা) - প্রেক্ষাগৃহ।

Cyclist (n, সাইক্লিস্ট্) - সাইকেল চালক

Whenever to be tarek home this for looking for you. anjsjsjjka shrugged bahdj have jaia cavaliers baciie. I agei banner dahwuh hshusjs jahuiks hahgue jutcwh eug ajs sijd dj jsjjsjsbs you.

Rule (3): C এর পরে যদি 'h' থাকে তবে উচ্চারণ 'চ' এর মতো হবে। যেমন- Cheese -চিজ।

4
$ 0.00
Avatar for Fahad
Written by
3 years ago

Comments

these rules were really awesome and also helpful for me . i was very weak in english now i think i can do better learning from you.Thank you so much

$ 0.00
3 years ago

Subscribe korsi apni amako koren at apner video valo chilo

$ 0.00
3 years ago