Html part #3

1 19
Avatar for Fahad
Written by
4 years ago

Html tags

আগের টিউটোরিয়ালে আমরা এইচটিএমএল এলিমেন্টস সম্পর্কে জেনেছিলাম। এলিমেন্ট যদি এইচটিএমএল এর দেহ হয় তাহলে সেই দেহের প্রাণ হচ্ছে ট্যাগস। কারণ এইচটিএমএল ট্যাগের মাধ্যমে এলিমেন্ট কে প্রকাশ করা হয়। অল্প কিছু ট্যাগ ছাড়া প্রায় সব ট্যাগেরই ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ আছে। যেমন <body>...</body> প্রথম body হচ্ছে ওপেনিং ট্যাগ, আর দ্বিতীয় body হচ্ছে ক্লোজিং ট্যাগ। কিন্তু <br> <hr> <img> ইত্যাদী এরকম কিছু ট্যাগ আছে যার ক্লোজিং ট্যাগের প্রয়োজন হয় না। কারণ এই ট্যাগ গুলো দিয়ে আমরা কোন রকম ব্লক তৈরী করি না। যে সব ট্যাগ দ্বারা ব্লক তৈরী হবে সেই ট্যাগ গুলোতে অবশ্যই ক্লোজিং ট্যাগ হতে হবে। যেমন <html> থেকে </html> একটি ব্লক। <head> থেকে </head> একটি ব্লক। তেমনি <body> থেকে </body> একটি ব্লক। একটি DIV কোথা থেকে শুরু হল আর কোথায় গিয়ে শেষ হবে তা এই ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ দ্বারা বুঝিয়ে দেওয়া হয়।

যাক, নিচে সর্বাদা ব্যবহার হয় বা বহুল ব্যবহ্নত ট্যাগস সমুহ টেবিল আকারে দিলাম। সাথে সেই ট্যাগের কাজ সম্পর্কে কিছুটা ধারনা দিলাম। পূর্ণ ট্যাগ লিষ্ট দেখার জন্য লেপ্ট সাইডবারের একেবারে নিচে লিঙ্ক দেওয়া আছে।

<!----> এটা দ্বারা কমেন্ট বুঝায়। অর্থাৎ এই ট্যাগ দিয়ে কোড এডিটরে কমেন্ট করা হয়।

<!DOCTYPE> ডকুমেন্ট এর টাইপ বুঝায়। এটি ওয়েব ব্রাউজারের জন্য একটি নির্দেশনা

<html> একটি এইচটিএমএল ডকুমেন্টের মূল ট্যাগ এর জন্য ব্যবহার করা হয়।

এটি অন্যান্য সকল এইচটিএমএল এলিমেন্টের ধারক।

<head> একটি ডকুমেন্টের Head সেকশনকে বুঝানো হয়। এটি লিঙ্ক, মেটাডাটা ইত্যাদী তথ্যকে ধারণ করে।

<title> কোন একটি ডকুমেন্টের Title নাম দেয়ার জন্য <title> ট্যাগ ব্যবহার করা হয়।

<body> ডকুমেন্টের Body সেকশনকে বুঝায়। একটি এইচটিএমএল ডকুমেন্টের সব কন্টেন্টগুলোই <body>ট্যাগের মধ্যে থাকে।

<div> ডকুমেন্টের মধ্যে একটি Division বা একটি Section নির্দেশ করে করে।

<a> এই ট্যাগ দ্বারা হাইপারলিংক বুঝায়, এক পেজ থেকে অন্য পেজে লিংক করতে ব্যবহ্নত হয়।

<br> এই ট্যাগের মাধ্যমে একটি লাইন ব্রেক নেওয়া হয়।

<hr> দুটো সেকশনের মাঝখানে হরিজন্টাল রেখা টানার জন্য এই ট্যাগ ব্যবহার করা হয়।

<span> লেখার বা ডকুমেন্টের নির্দিষ্ট অংশে আলাদা স্টাইল দেয়ার জন্য ব্যবহার করা হয়।

<img> ইমেজ অন্তর্ভুক্ত করার জন্য ব্যবহার করা হয়।

3
$ 0.00
Avatar for Fahad
Written by
4 years ago

Comments

Thank you for sharing a lot of informations to us about html and all about its learning technics.It was helpful

$ 0.00
4 years ago