Html code

3 17
Avatar for Fahad
Written by
3 years ago

Html এর কোন ট্যাগের কি কাজঃ

html> </html> (HTML) ডকুমেন্ট নির্ধেশ করে

<head> </head> (HEAD) প্রোগ্রামে প্রধান অংশ নির্ধেশ করে

<title> </title> (TITLE) ডকুমেন্ট শিরোনাম নির্ধেশ করে

<body> </body> (BODY) প্রোগ্রাম মূল অভ্যন্তরস্থ অংশ নির্ধেশ করে

<a> </a> (ANCHOR) নির্ধেশ করে

<abbr> </abbr> (ABBREVIATION) সংক্ষিপ্তরূপ নির্ধেশ করে

<b> </b> (BOLD) গাড় লেখা নির্ধেশ করে

<i> <i> (ITALIC) বাঁকা লেখা নির্ধেশ করে

<big> </big> (BIG) স্বাভাভিকের চেয়ে বড় লেখা নির্ধেশ করে

<small> </small> (SMALL) স্বাভাভিকের চেয়ে ছোট লেখা নির্ধেশ করে

<blockquote> </blockquote> (BLOCKQUOTE) বিশেষ উদ্ধৃতি প্রকাশ করতে ব্যবহৃত হয়

<br /> একটা লাইন ব্রেক তৈরি করে

<code> </code> (CODE) প্রোগ্রামের কোড লেখা প্রকাশ করে

<table> </table> (TABLE) টেবিল তৈরি করতে

<col> </col> টেবিলে কলাম তৈরি করতে ব্যবহৃত হয়

<td> </td> টেবিলে সেল তৈরি করতে ব্যবহৃত হয়

<tr> </tr> টেবিলে সারি তৈরি করতে ব্যবহৃত হয়

<form> </form> (FORM) ফর্ম তৈরি করতে ব্যবহৃত হয়

<h1> </h1> (HEADER) শিরোনাম লিখতে ব্যবহৃত হয়। হেডার ট্যাগ 1-6 পর্যন্ত হ্য়

<hr/> সমান্তরাল রেখা তৈরি করে

<img/> (IMAGE) চিত্র যুক্ত করতে ব্যবহৃত হয়

<input> </input> (INPUT) ফর্ম ফিল্ডে তৈরি করতে ব্যবহৃত হয়

<li> </li> (LIST) তালিকা তৈরি করতে ব্যবহৃত হয়।

<ol> </ol> (ORDER LIST) অর্ডার তালিকা তৈরি করতে ব্যবহৃত হয়

<ul> </ul> (UNORDER LIST) আনঅর্ডার তালিকা তৈরি করতে ব্যবহৃত হয়

<p> </p> (PARAGRAP)

<pre> </pre> (PRE-FORMATTED) পূর্ব ফর্মেটকৃত লেখা নির্ধেশ করে

<tt> </tt> (TELETYPE) টেলিটাইপ লেখা নির্ধেশ করে

<strong> </strong> (STRONG) স্ট্রঙ লেখা নির্ধেশ করে

<sub> </sub> (SUBSRICPTED) উপঃলিপি লেখা নির্ধেশ করে

<sup> </sup> (SUPERSRICPTED) সুপারস্ক্রিপ্ট লেখা নির্ধেশ করে

<meta> </meta> (META) মেটা ট্যাগ

4
$ 0.00
Avatar for Fahad
Written by
3 years ago

Comments

I learned html from w3schools.com after a few year i found them in my text book.It is really helpful for people to make website and design it.

$ 0.00
3 years ago

HTML actually refers to Hyper Text Markup Language. So, I thing it's not hard because of I'm learning it from the time when I was in class 7. So, thanks for sharing the post.

$ 0.00
3 years ago