All Day long

3 12
Avatar for Fahad
Written by
4 years ago

The whole day -- সারাদিন ধ'রে

Coeval / Contemporary -- সমসাময়িক।

This morning -- আজ সকালে।

Day after day -- দিনের পর দিন।

Day by Day ( দিন দিন)

Every other day/ Every alternate day -- প্রতি

একদিন পর পর।

Someday or other -- কোন না কোন দিন।

As time went by -- সময় যত অতিক্রম হতে

লাগলো।

As day goes -- দিন যত যায়।

At a later date -- পরবর্তী কোন একদিন।

Soon - শীঘ্রই

Shortly - অল্প সময়ের মধ্যে।

By time -- সময়ের আগেই।

Within time -- সময়সীমার মধ্যে।

In due time - যথা সময়ে।

In time - সময় মতো।

In no time - অবিলম্বে।

At no time -- কখনো নয়।

Most of time -- অধিকাংশ সময়।

At times -- মাঝে মাঝে।

From time to time --ক্ষণে ক্ষণে।

Time and Time again -- দীর্ঘদিন ধরে।

At the time -- ঐ সময়ে।

At one time -- অতীতে একদা।

For the time being -- আপাতত।

Take your time -- সময় নিয়ে করো।

At all times -- সদা সর্বদা।

Five times -- পাঁচবার / পাঁচগুণ.. ( কতগুন তা

বুঝায়)

On time - কাটায় কাটায়।

Ahead of time / Behind time -- সময়ের আগে

ভাগে।

a minute - মুহুর্ত কালের জন্য।

In a minute - মুহুর্তের মধ্যে।

Time's up -- সময় শেষ।

Out of time - হাতে সময় নেই।

Arrival time -- পৌছানোর সময়।

Departure time -- ছাড়ার সময়।

Ago - আগে।

Long Ago - অনেক আগে।

Quite Long Ago - বেশ আগে।

How long -- কতক্ষণ (দিন/মাস/বছর)

Later - পরবর্তীতে

Now - এখন

Then - তখন

This day two years ago -- দুই বছর আগের এই

দিনে

This time tomorrow -- আগামীকাল এই সময়ে।

At present - বর্তমানে।

At this moment - এই মুহুর্তে।

In the past - অতীতে।

In the future - ভবিষতে।

Of late / Recently - সাম্প্রতিকালে।

Since - সেই থেকে/ সেই হতে।

Henceforth - এখন থেকে।

Henceforward -- এখন থেকে সামনের দিকে।

For two days - দুই দিন ধরে / যাবৎ।

Time was when -- এমনও সময় ছিলো ।

From times immemorial -- অনেক আদিকাল

থেকে ।

Some time -- কিছু বা কোন সময়।

Sometime -- কোন নির্দিষ্ট সময় বুঝায় না।

Sometimes -- মাঝে মাঝে।

How often -- কতবার

Often -- প্রায়ই

Very often -- প্রায়ই (জোড় প্রদান করতে)

Always -- সর্বদা ( ১০০%)

Usually --- সচরাচর ( ৯০%)

Normally/Generally --- সাধারণত ( ৮০%)

Frequently -- প্রায়ই ( ৭০%)

Sometimes -- মাঝে মাঝে ( ৫০%)

Occasionally --- উপলক্ষ্যভেদে ( ৩০%)

Seldom -- কদাচিৎ ( ১০%)

Hardly ever / Rarely -- খুবই কদাচিৎ ( ৫%)

Never --কখনই না (০%)

At first - গোড়াতেই, শুরুতেই।

First of All -- সবার শুরুতে।

At last -- অবশেষে।

At the first end -- প্রথম দিকের শেষাংশ।

At the last end -- শেষদিকের শেষাংশ।

At night -- রাতের বেলায়।

Now a days -- আজকাল

Earlier --- এর আগে।

Early days -- শুরুর দিন গুলো

Proximo -- আগামী মাস।

Ultimo - পরের মাস।

At dead night -- গভীর রাতে।

Already/Meanwhile -- ইতিমধ্যে।

In the meantime -- ততক্ষণে।

No longer -- বর্তমানে আর নয়।

Ever --- কখনো

Anytime -- যেকোন সময়।

Whenever -- যখনেই

Instantly/Momentarily -- তাৎক্ষণিকভাবে।

Temporarily / Ephemerally -- ক্ষণস্থায়ীভাবে।

Permanently/Perpetually -- চিরস্থায়ীভাবে।

Daily -- দৈনিক

Weekly -- সাপ্তাহিকভাবে।

Fortnightly -- পাক্ষিকভাবে।

Annually -- বাৎসরিকভাবে।

This time -- এবার।

That time -- সেবার।

Closing date -- শেষ দিন।

Deadline -- কোন কাজের শেষ দিন।

At the eleventh hour -- একবারে শেষ মুহুর্তে।

Amount of time -- খানিকটা সময়।

High time -- উপযুক্ত সময়।

Race against time -- সময়ের সাথে পাল্লা

দেয়া।

Keep pace with time -- সময়ের সাথে তাল

মিলিয়ে

চলা।

Dawn --- উষা।

Forenoon -- পূর্বাহ্ন।

Dusk / twilight -- গোধূলি।

Crepuscular --- গোধূলিকালীন

Full Moon -- পূর্ণিমা।

New Moon -- অমাবস্যা।

Decade -- দশক।

Aeon / Era -- যুগ।

Iron age -- কলিযুগ।

Infernal Age -- কালিযুগ।

25 years = Silver Jubilee -- রজত জয়ন্তী।

50 years = Golden jubilee --- সুবর্ণজয়ন্তী।

60 years = Diamond Jubilee -- হীরক জয়ন্তী।

75 years = Platinum Jubilee -- প্লাটিনাম

জয়ন্তী।

100 years = Centenary -- শতবার্ষিকী পূর্তি।

Century -- শতাব্দী।

Centennial -- শতবার্ষিকী।

Quincentenary --- ৫০০ বছর পূর্তি।

.I'm dying to + (verb)

✪ I am dying to have your love = তোমার

ভালবাসা পেতে আমি কাতর হয়ে আছি।

✪ I'm dying to express my feelings = আমার

অনুভুতি প্রকাশ করতে মরিয়া হয়ে উঠেছি।

✪ I'm dying to take a cup of coffee = এক কাপ

কফি খাওয়ার জন্য আমার আর তর সইছে না।

✪ I'm dying to order some apples = কিছু

আপেল অর্ডার করতে আমার আর তর সইছেনা।

✪ I'm dying to search for a new job = একটি

নতুন চাকুরি খুঁজে পেতে আমি মরিয়া হয়ে উঠেছি।

✪ I'm dying to spend vacation at Maldives =

মালদ্বিপে ছুটি কাটাতে আমার আর তর সইছেনা।

✪ I'm dying to expand my business = আমি

ব্যবসাকে সম্প্রসারণ করতে আর অপেক্ষা

করতে পারছি না।

✪ I'm dying to find out my next destination =

পরবর্তি গন্তব্য খুজে পেতে আমার আর তর

সইছেনা।

✪ I'm dying to shift myself to a new place =

একটি নতুন জায়গায় চলে যেতে আমার আর তর

সইছেনা।

✪ I'm dying to tell you about the real story =

তোমাকে আসল সত্যটি জানানোর জন্য আমি

আর অপেক্ষা করতে পারছি না।

✪ I'm dying to submit my new proposal =

নতুন প্রস্তাবটি উপস্থাপন করতে আমার আর

তর সইছে না।

.

★ পোস্টটি ভালো লাগলে T অথবা Tnx লিখে

কমেন্ট করুন।

★ পরবর্তী পোস্টগুলো পেতে Like দিয়ে

অ্যাকটিভ থাকুন।

★ অন্য সময়ে পড়তে টাইমলাইনে share করে

রাখুন।

4
$ 0.00
Avatar for Fahad
Written by
4 years ago

Comments

i am big fan of your writing skills.thank you so much would you help me to write like you

$ 0.00
4 years ago