ভবিষ্যতের নিশ্চয়তা কিনতে গিয়ে সম্পর্করা হেরে যায়

4 11
Avatar for FAHIM13
3 years ago

এখানে ভবিষ্যতের নিশ্চয়তা কিনতে গিয়ে সম্পর্করা হেরে যায়। চোখের জলের হিসেব হয় টাকার অংকে। বেশীরভাগ সময়ই অশ্রুগুলো কেনাবেচা হয় অল্প দামে। আর প্রার্থনা ব্যর্থ হওয়ার দায়ভার স্রষ্টার উপর চাপিয়ে দিয়ে, বিশ্বাস হারায় মানুষ।  পছন্দের মানুষগুলো নিয়ে ভালো থাকা অনেকের আর হয়ে উঠেনা। এ শহরে ডজন ডজন ক্ষুদ্ধ মানুষেরা মন খারাপের রাতটুকুতে নীরবে অশ্রু বিসর্জন দেয়ার জন্য ভিড় জমায় প্রায় রাতেই।

6
$ 0.00
Sponsors of FAHIM13
empty
empty
empty

Comments

অবশ্যই কিছু কিছু তো মিল তাকবে তাই না প্রত্যেকটা মানুষকে এমন এই দিনগুলো ফেস করতে হয়। একটা মানুষের জীবনের মুহূর্তগুলো আসে,, কারো জীবনে আগে কারো জীবনের পরে।

$ 0.00
3 years ago

হুমমমম। প্রকৃতির নিয়ম হয়তো এরকমই। বেচে থাকলে মানুষকে সবরকম অনুভূতির সাথে পরিচয় করিয়ে দেয়।

$ 0.00
3 years ago

সত্য বাস্তবতাকে অনেক সুন্দর বরে উপস্থাপন করেছেন। প্রত্যেকটা লাইন যেন আমাদের বাস্তব জীবনের একেকটা দিন। হাজার হাজার মানুষ প্রতিনিয়ত এই যন্ত্রণায় পার করছে দিন।

$ 0.00
3 years ago

আপনার সুন্দর কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার বাস্তব জীবনের সাথে কি মিলে গেল নাকি?

$ 0.00
3 years ago