4
14
এখানে ভবিষ্যতের নিশ্চয়তা কিনতে গিয়ে সম্পর্করা হেরে যায়। চোখের জলের হিসেব হয় টাকার অংকে। বেশীরভাগ সময়ই অশ্রুগুলো কেনাবেচা হয় অল্প দামে। আর প্রার্থনা ব্যর্থ হওয়ার দায়ভার স্রষ্টার উপর চাপিয়ে দিয়ে, বিশ্বাস হারায় মানুষ। পছন্দের মানুষগুলো নিয়ে ভালো থাকা অনেকের আর হয়ে উঠেনা। এ শহরে ডজন ডজন ক্ষুদ্ধ মানুষেরা মন খারাপের রাতটুকুতে নীরবে অশ্রু বিসর্জন দেয়ার জন্য ভিড় জমায় প্রায় রাতেই।
অবশ্যই কিছু কিছু তো মিল তাকবে তাই না প্রত্যেকটা মানুষকে এমন এই দিনগুলো ফেস করতে হয়। একটা মানুষের জীবনের মুহূর্তগুলো আসে,, কারো জীবনে আগে কারো জীবনের পরে।