পৃথিবীর প্রতিটি মানুষের কিছু আশা-আকাংখা থাকে, থাকে সীমাহীন স্বপ্ন। যেখানে সে তার জীবনকে সাজায় একেবারে নিজের মতো করে। আমারো তেমন একান্ত কিছু স্বপ্ন আছে, যা আমাকে ভালো কিছু করার প্রেরনা যোগায়।
জীবনে কখনো প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব মেলানোর চেষ্টা করিনি। আমার হিসেব মেলানোর কোন ব্যর্থ চেষ্টাও নেই। আমি যেকোনো মুহুর্তকে সহজে গ্রহন করার মন-মানসিকতা লালন করি। অতি স্বাভাবিক ভাবে জীবনকে সব সময় বুঝতে চেষ্টা করেছি।
অনেকেই বলে আমি নাকি বিপদেও হাসতে পারি। আমি আসলে আপদ-বিপদ এর অর্থ খুঁজি না। সকল পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে স্বাচ্ছন্দবোধ অনুভব করি। আমি বুঝতে চেষ্টাকরি এই পৃথিবীতে যা ঘটমান ও চলমান তার সবই স্বাভাবিক। এখানে অস্বাভাবিক অথবা হতেই পারেনা নামক শব্দের কোনো স্থান নেই। ক্রম পরিবর্তনশীল পৃথিবীর সাথে আমিও পরিবর্তীত হচ্ছি অনবরত।
আমি এখনো বিশ্বাস করি এই পৃথিবীতে ভালো মানুষের সংখ্যাই সবচেয়ে বেশি, যারা খারাপ কাজে লিপ্ত তারা কেবলি পরিস্থিতির শিকার কিংবা মাত্রাতিরিক্ত কোন কিছু অর্জনের নেশায় তারা পাগলপ্রায়। সব সময় প্রার্থনা করি এই নশ্বর পৃথিবীর সকল ভালো মানুষ সুখে থাকুক, অন্যায়কারীর বিবেক জাগ্রত হোক।
সৌন্দর্য্য গুলো দেহ ছাড়িয়ে মন পর্যন্ত পৌছে যাক, শুভহোক সকল মঙ্গল প্রয়াস।
Dreams are the driving force of our survival, we don't stop dreaming again and again, we dream again and again. But some people think that once the dream is over, life is over.