আসসালামুয়ালাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভাল আছি। আজ পবিত্র জুম্মার দিন। সকল মুসলমান ভাইকে জানায়'জুম্মা মোবারক' ইসলাম ধর্ম হলো আল্লাহ থেকে প্রেরেরিত।ইসলাম ধর্ম শান্তির ধর্ম। ইসলাম ধর্ম শুধু নামায পড়া, রোজা রাখা, হজ পালন করা, এই তিনটি কাজের মধ্যে সিমাবদ্ধ না। সকল বিষয়ের বা কাজের সমাধান পাওয়া যাবে ইসলাম ধর্মে। ইসলাম ধর্মের শ্রেষ্ঠ মানুষের নাম মহানবি হযরত মোহাম্মদ (সঃ)। যে সকল ইসলাম ধর্মের অনুসারীরা ইসলাম ধর্মের সকল বিধান মেনে চলবে তারা মৃত্যুর পরে জান্নাতে থাকতে পারবে। আর যারা ইসলামের সকল বিধান মানবে না তারা মৃত্যুর পরে জাহান্নামে থাকবে। ইসলাম ধর্মের সকল মানুষকে ইসলামের সকল বিধান মেনে চলার তোফিক দান করুক। আমিন। আমার পোষ্টটি যদি আপনাদের ভাল লেগে থাকে । তাহলে লাইক ও কমেন্ট করবেন।
আল্লাহ হাপেজ
খুব সুন্দর লিখছেন। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ যোগ্য হবে না।