স্বদেশ বলতে বোঝায় নিজ নিজ দেশকে। যে দেশে আমরা জন্মগ্রহণ করি, যে দেশের আলো-বাতাস ভোগ করি, যে দেশে আস্তে আস্তে বড় হই, যে দেশে আমাদের বৃদ্ধি ও বিকাশ ঘটে সেই দেশকেই স্বদেশ বলা হয়ে থাকে।
স্বদেশ ও স্বজাতির উপকার সাধন করা প্রতিটি মানষের আবশ্যকীয় এবং অন্যতম প্রধান একটি কর্তব্য। যে যে বা যারা স্বদেশের উপকার করতে চায়না, স্বদেশের বিপদে-আপদে যে এগিয়ে আসেনা, স্বদেশের বিপদে-আপদে যার মন-প্রাণ কাদেনা, সে আসলে মানুষ নয় সে পশুর মতো অধম।
দেশপ্রেম ইমানের উঙ্গ। দেশের ও দেশের মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার মাধ্যমেই রয়েছে জিবনের স্বার্থকতা। দেশের বিপদে-আপদে যে বা যারা কোনোকিছু না ভেবে, আগে-পিছে না ভেবে বিনা দ্বিধায়, বিনা স্বার্থে এগিয়ে আসে, নিজেকে উৎসর্গ করে দেয় সেই হচ্ছে প্রকৃত মানুষ আর প্রকৃত দেশপ্রেমিক।
যে দেশে মানুষ জন্মগ্রহণ করে সে দেশের প্রতি প্রত্যেকটা মানুষেরই কিছু দায়িত্ব ও কর্তব্য থাকে, এবং প্রতিটি মানুষেরই উচিত নিজের সেই দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করা, স্বদেশের উপকারে ও কল্যানে যার মন নেই সে মানুষ হিসেবে কখনোই বিবেচিত হতে পারেনা।
দেশের মাটিতে আমরা লালিত-পালিত হই, দেশের আলো-বাতাস গ্রহণ করি, দেশের বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করি অথচ সেই দেশের জন্যই যদি নিজেকে উৎসর্গ না করতে পারি তাহলে মানুষ হিসেবে নিজেকে পরিচয় দেবো কিভাবে ? সেটা কখনোই সম্ভব নয়।
এ দেশের জন্য, দেশকে রক্ষা করার জন্য, আমাদের মাতৃভাষাকে রক্ষা করার জন্য লাখো মানুষ শহীদ হয়েছেন, এবং তাদের এই মহান আত্মত্যাগের জন্য আজও তারা পৃথিবীর বুকে চির স্মরণীয় হয়ে আছেন এবং চিরকাল তারা চির স্মরণীয় হয়েই থাকবেন। মানুষের মনের ভেতর তারা অমর হয়ে থাকবেন আজীবন। তাদের প্রত্যেকের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, তারাই হচ্ছে প্রকৃত দেশপ্রেমিক। তারা কখনোই নিজের কথা, নিজের সুযোগ-সুবিধার কথা, নিজেদের স্বার্থের কথা কখনোই চিন্তা করেননি। বরং সর্বদা তারা দেশের জন্য দেশের মানুষেত জন্য ভেবেছেন।
আর যারা দেশের এতো সুযোগ-সুবিধা ভোগ করার পরেও দেশের কথা, দেশের মানুষের কথা ভাবেনা, দেশের উপকারের কথা ভাবেনা, দেশের বিপদে-আপদে যার মন কাদেনা, সে কখনোই মানুষ হতে পারেনা, সে পশু। তার সাথে বনের পশুর সাথে কোনো পার্থক্য নেই, সকলে তাকে বা তাদেরকে ঘৃণা করে, সে বা তারা সমাজের কাছে বোঝাস্বরূপ। সে জিবনে কখনোই কোনোরকম উন্নতি করতে পারেনা। তার জিবনে কখনো সফলতা অর্জন করা সম্ভব নয়।
তাই আমাদের প্রত্যেকেরই উচিত দেশের কথা ভাবা, দেশের মানুষের কথা ভাবা, দেশের বিপদে-আপদে নিজেকে উৎসর্গ করা, নিস্বার্থভাবে দেশের কথা,দেশের উপকারের কথা চিন্তা করা, তাহলেই আমরা কেবল প্রকৃত দেশপ্রেমিক হতে পারবো।
জি আপনি ঠিকই বলেছেন,নিজ দেশের উপকারে যার মন নেই যে শুধু নিজের স্বার্থ হাসিল করায় উদ্বিগ্ন থাকে সে আসলেই পশুর সমান।আমাদের উচিৎ নিজের দেশের জন্য কিছু করে,দেশকে ভালবাসা