সরষে ইলিশ

25 28
Avatar for EYERISH687
4 years ago
  • ইলিশ মাছ - ১০ পিছ।

  • সরষে - ২ কাপ।

  • হলু গুড়া - ২ চা চামচ।

  • মরিচ গুড়া - ২ চা চামচ।

  • গোলমরিচ গুড়া - ১ চা চামচ।

  • গরম মসলা গুড়া - দেড় চা চামচ।

  • আদা বাটা - ২ চা চামচ।

  • রসুন বাটা - ২ চা চামচ৷

  • পেয়াজ বাটা - ২ চা চামচ।

  • টমেটো সস - ১ টেবিল চামচ।

  • লেবুর রস - ১ চা চামচ।

  • স্বাদে ম্যাজিক - ১ প্যাকেট৷

  • টেস্টিং সল্ট - ২ চা চামচ।

  • সরিষার তেল - পরিমাণমতো।

  • চিনি - স্বাদমতো।

  • লবন - পরিমাণমতো।

  • কাচা মরিচ - ৩-৪ টি।

প্রস্তুতপ্রণালী :

প্রথমে ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। যাতে করে কোনোরকম কোনো ময়লা না থাকে।

এবার একটা বাটিতে সরষে,কাচা মরিচ, লবন ও সামান্য পানি দিয়ে ভালো করে বেটে নিতে হবে। সরষে বাটার সময় এতে কাচা মরিচ ও লবন দিলে সরষে বাটার মধ্যে আর কোনো তেতো ভাব থাকবে না।

এখন গ্যাসে একটা প্যান বসাতে হবে। প্যান পরিমাণমতো সরিষার তেল দিতে হবে। তেল কিছুটা গরম হলে এতে আদা বাটা, রসুন বাটা, পেয়াজ বাটা, হলুদ গুড়া, মরিচ গুড়া, গোলমরিচ গুড়া, গরম মসলা গুড়া দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে।

এবার বেশ কিছুক্ষন নাড়াচাড়া করার পর তাতে টমেটো সস, লেবুর রস,স্বাদে ম্যাজিক, টেস্টিং সল্ট, লবন, সামান্য চিনি দিয়ে আবার বেশ কিছুক্ষন নাড়াচাড়া করতে হবে।

তারপর তাতে ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিতে হবে। ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে কিছুক্ষন নাড়াচাড়া করে তাতে পরিমানমতো পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যাতে করে ইলিশ মাছগুলো ভালোভাবে রান্না হয়। তারপর ঢাকনা খুলে কয়েকটা কাচা মরিচ দিয়ে দিতে হবে।

যখন দেখা যাবে যে উপরে তেল উঠে গিয়েছে তখন চুলা অফ করে দিতে হবে। চুলা অফ করে নামিয়ে নিতে হবে।

এবার একটা সুন্দর সার্ভিং ডিশে ঢেলে ইচ্ছেমতো সাজিয়ে পরিবেশন করুন গরম গরম সুস্বাদু ও মজাদার সরষে ইলিশ।

Sponsors of EYERISH687
empty
empty
empty

8
$ 0.32
$ 0.32 from @TheRandomRewarder
Sponsors of EYERISH687
empty
empty
empty
Avatar for EYERISH687
4 years ago

Comments

ইলিশ এর ঝাল ভাজা খাই। এগুলা না। মৌসুমে খাওয়া হয়। সাথে যদি ইলিশের ডিম থাকে সেগুলাকে ভেজে ফেলে মা। সেগুলাও অসম্ভব সুস্বাদু হয়।

$ 0.00
4 years ago

গুড। কিন্তু ইলিশ মাছ ভাজাও যেমন মজা ঠিক তেমনিভাবে সরষে ইলিশ ও অনেক মজাদার ও সুস্বাদু একটা খাবার।

$ 0.00
4 years ago

মাছের ডিমভাজা রেসিপি দিতে পারেন 😁

$ 0.00
4 years ago

হাহাহাহা....গুড আইডিয়া।

$ 0.00
4 years ago

ইলিশ মাছ সত্যিই খেতে খুব মজা ।তাই এটি সবাই পছন্দ করে। সরষে ইলিশ হলে তো কথাই নেই।

$ 0.00
4 years ago

হুম, ইলিশ মাছ দিয়ে বানানো যেকোনো আইটেমই আমার অনেক ভালো লাগে। আর তাছাড়া, ইলিশ মাছ ছোট বেলা থেকেই আমার খুব ফেভারিট৷

$ 0.00
4 years ago

ইলিশ মাছ আমার খুব পচ্ছন্দের খাবার।সরিষা ইলিশ আগে খুব ভালো লাগতো কিন্তু এখন এলার্জি জন্য আমার খাওয়া নিসেদ।

$ 0.00
4 years ago

অহ আচ্ছা। যেহেতু এলার্জিটক প্রবলেম আছে তাই খাওয়ার দরকার নাই আপু তোমার, নাহলে পরে অনেক সমস্যা হয়ে যাবে।

$ 0.00
4 years ago

জি আপ্পি এই জন্য তো পছন্দের খাবার গুলো খেতে পারি না। কি করবো জেনে বিঝে তো আর শরীর খারাপ করতে পারি না

$ 0.00
4 years ago

হুম সেটাই। যেসব খাবার খেলে তোমার প্রবলেম হয় সেসব খাবার খেওনা আপ্পি৷ অন্য খাবার খেও।

$ 0.00
4 years ago

Ji appi tnq

$ 0.00
4 years ago

Tomakeo onek onek thanks appi.

$ 0.00
4 years ago

কয়েকবার বাসায় খাওয়ানোর চেষ্টা করেছিল।সরিষের ঝাঝ টা আসলে আমি সয্য করতে পারিনা।ইলিশ ভালো লাগে খেতে আমার।

$ 0.00
4 years ago

অহ আচ্ছা, সরিষা বাটার মধ্যে যদি কাচা মরিচ আর লবন দিয়ে বেটে নাও তাহলে দেখবে সরষে ইলিশে না কোনো তেতো ভাব থাকবে আর না কোনো ঝাঝ।

$ 0.00
4 years ago

ধন্যবাদ আপু এতো সুন্দর একটা টিপস দেওয়ার জন্য।

$ 0.00
4 years ago

তোমাকেও অনেক অনেক ধন্যবাদ আমার দেওয়া সরিষা ইলিশ এর রেসিপিটি পড়ার জন্য।

$ 0.00
4 years ago

সরষে ইলিশ ♥।দেখলেই জিভে জল াসেসে আমার। হি হি

$ 0.00
4 years ago

জিভে জল আসার মতোই একটা রেসিপি হচ্ছে সরষে ইলিশ। আর তাছাড়া সরষে ইলিশ রান্না করাটাও অনেক বেশি সহজ।

$ 0.00
4 years ago