নারিকেল বরফি

9 20
Avatar for EYERISH687
4 years ago

উপকরণসমূহ :

  • নারিকেল কুড়ানো - আড়াই কাপ।

  • দুধ - ১ লিটার।

  • চিনি - ২ কাপ।

  • কন্ডেন্সমিল্ক - ১ কাপ।

  • এলাচ গুড়া - ১ চা চামচ।

  • গুড়া দুধ - দেড় কাপ৷

  • ঘি - ২ টেবিল চামচ।

  • কাজু বাদাম কুচি - ১ টেবিল চামচ।

  • পেস্তা বাদাম কুচি - ১ টেবিল চামচ।

  • আমান্ড কুচি - ১ টেবিল চামচ।

  • কিসমিস - ১ টেবিল চামচ।

প্রস্তুতপ্রণালী :

প্রথমে গ্যাসে একটা প্যান বসাতে হবে। প্যানে দুধ দিতে হবে। অল্প আচে আস্তে আস্তে দুধ জ্বাল করতে হবে। বেশ কিছুক্ষন জ্বাল করার পর তাতে কুড়ানো নারিকেল, চিনি, কন্ডেন্সমিল্ক দিয়ে আবার নাড়তে হবে, অনবরত নাড়তে থাকতে হবে।

খেয়াল রাখতে হবে যে, চুলার আচ যেন খুব বেশিও না থাকে আবার খুব কমও না থাকে। অর্থাৎ, মিডিয়াম আচে আস্তে আস্তে জ্বাল করতে হবে। বেশ কিছুক্ষন এভাবে নাড়াচাড়া করে জ্বাল করার পর তাতে গুড়া দুধ, এলাচ গুড়া, কাজু বাদাম কুচি, পেস্তা বাদাম কুচি, আমান্ড কুচি, কিসমিস দিয়ে আবার নাড়তে হবে।

প্রয়োজনে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। যখন দুধ শুকিয়ে যাবে এবং একেবারে ঘন হয়ে আসবে তখন ঢাকনা খুলে উপরে ঘি ছড়িয়ে ৫/৭ মিনিট আবার নাড়াচাড়া করতে হবে। তারপর চুলা অফ করে দিতে হবে আর নামিয়ে নিতে হবে।

এবার একটা সুন্দর প্লেইন প্লেটে ঢেলে নিতে হবে আর চামচ বা ছুরি দিয়ে পুরো প্লেইট জুরে মেলে দিতে হবে। উপরে কাজু বাদাম কুচি, পেস্তা বাদাম কুচি, আমান্ড কুচি, কিসমিস ছড়িয়ে দিতে হবে। আর সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিতে হবে প্রায় ১ ঘন্টা। সেট হয়ে গেলে ফ্রিজ থেকে বের করে ছুরি দিয়ে ইচ্ছেমতো শেইপে কেটে পরিবেশন করুন মজাদার ও সুস্বাদু নারিকেল বরফি।

Sponsors of EYERISH687
empty
empty
empty

9
$ 0.00
Sponsors of EYERISH687
empty
empty
empty
Avatar for EYERISH687
4 years ago

Comments

Are these sweets dear? It looks like rice though. May I ask what are those red moon shaped like things at the top of those?

$ 0.00
4 years ago

nice food photography again

$ 0.00
4 years ago

আমি নারিকেলের বরফি খাইনি কখনো, তবে ডালের বরফি খেয়েছি। আর নারিকেলের বরফিটি দেখতে খুব সুস্বাদু লাগছে। আমি এই রেসেপি দেখে একদিন এটি বাসায় তৈরি করবো।😘

$ 0.00
4 years ago

একটা মেলায় খাইছিলাম। এতটাও ভালো না স্বাদে। তবে অন্যরকম স্বাদ এটার।

$ 0.00
4 years ago

এই খাবারের নাম আগে অনেক শুনেছি কিন্তু কখনো খাওয়া হয়নি আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু এবং টেস্টি হবে ইনশাল্লাহ একদিন খেতে পারব

$ 0.00
4 years ago

আমার খুব প্রিয় একটা খাবার নারকেল বরফি। এটা এতো মজা যে যত খায় তত খেতে ইচ্ছে করে। আমার তো দেখেই জিভে জল এসে গেল।

$ 0.00
4 years ago

বরফি সবসময় আমার খিব প্রুয় খাবারের কাতারে ছিলো এখনো আছে এটা আমার কাছে খিব ভালো লাগে তাই রেসিপিটি বেস্ট ছিলো

$ 0.00
4 years ago

এই রেসিপি আজ প্রথম নাম শুননাম, কখনো খাওয়া হই নাই।আপনার রেসিপি দেখে মনে হল খাবার টি বেশ মজাদার হবে।

$ 0.00
4 years ago