প্রতিটি মানুষের ভেতরেই রয়েছে অমিত সম্ভাবনা। শত প্রতিকূলতার মধ্যেও প্রতিভাবান মানুষ সেই অমিত সম্ভাবনা কাজে লাগিয়ে হতে পারেন স্মরণীয়, বরণীয়৷ ইতিহাসের পাতায় নিজের নাম স্বাক্ষরিত করতে পারেন স্বর্ণাক্ষরে।
সুন্দর নাম মানুষকে সুন্দর করেনা, দেয় না কোনো খ্যাতি বা সুনাম। বরং সৎকর্মের জন্যই মানুষের নাম ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে।
জন্ম থেকে কেউই প্রতিষ্ঠিত হয়ে দুনিয়াতে আসেনা। জন্মের সময় প্রতিটি শিশুই একইরকম থাকে, নিষ্পাপ থাকে৷ ছোটবেলায় কারোই বিচার-বুদ্ধি থাকেনা, ভালো-মন্দ, কোনোরকম হিতাহিতজ্ঞান থাকেনা।
কারো বংশ পরিচয় কখনোই কাউকে বড় করতে পারেনা। এই পৃথিবীতে যারা স্মরণীয়-বরণীয় হয়ে আছেন তারা কেউই নিজের বংশ পরিচয়ের জন্য স্মরনীয় হননি। বরং তদের সৎ কর্মের দ্বারা, ভালো কাজের দ্বারাই তারা স্মরণীয় হয়েছেন।
দুনিয়াতে এমন অনেক মানুষ আছেন বা ছিলেন যারা অনেক ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তারা জীবনে কোনো ভালো কাজ করেননি, মহৎ কাজ করেননি যার ফলে তারা স্মরণীয় হতে পারেনি।
আবার দেখা গেছে, কিছু কিছু মানুষ অনেক গরিব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তারা জীবনে সর্বদা ভালো কাজ করে গেছেন, মহৎ কাজ করে গেছেন, অন্যের বিপদে-আপদে সর্বদা পাশে দাড়িয়েছেন। তাই তারা তাদের সৎ কাজের ফলে জীবনে স্মরণীয় হয়ে আছেন।
মানুষ কখনোই নিজের নাম দ্বারা বড় হয়না, বরং মানুষ নিজেই তার সৎ কর্মের দ্বারা নিজে বড় হয়। তাই আমাদের সকলের উচিত নিজের নাম নিয়ে বড়াই না করে পরিশ্রম করা, সৎ কর্ম করা, অন্যদেরকে সর্বদা সাহায্য-সহযোগিতা করা। তাহলেই কেবল জীবনে বড় হওয়া সম্ভব। উন্নতি করা সম্ভব। স্মরণীয়-বরণীয় হওয়া সম্ভব।
Ha ata ami o mone pran a bissas kore je nam kokhono kawke boro safollar dika tana niya jete pare na manuskai nam ka boro korte hoi nijadar kaj ar maddome