নাম মানুষকে বড় করেনা, মানুষই নামকে বড় করে তোলে।

18 98
Avatar for EYERISH687
4 years ago

প্রতিটি মানুষের ভেতরেই রয়েছে অমিত সম্ভাবনা। শত প্রতিকূলতার মধ্যেও প্রতিভাবান মানুষ সেই অমিত সম্ভাবনা কাজে লাগিয়ে হতে পারেন স্মরণীয়, বরণীয়৷ ইতিহাসের পাতায় নিজের নাম স্বাক্ষরিত করতে পারেন স্বর্ণাক্ষরে।

সুন্দর নাম মানুষকে সুন্দর করেনা, দেয় না কোনো খ্যাতি বা সুনাম। বরং সৎকর্মের জন্যই মানুষের নাম ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে।

জন্ম থেকে কেউই প্রতিষ্ঠিত হয়ে দুনিয়াতে আসেনা। জন্মের সময় প্রতিটি শিশুই একইরকম থাকে, নিষ্পাপ থাকে৷ ছোটবেলায় কারোই বিচার-বুদ্ধি থাকেনা, ভালো-মন্দ, কোনোরকম হিতাহিতজ্ঞান থাকেনা।

কারো বংশ পরিচয় কখনোই কাউকে বড় করতে পারেনা। এই পৃথিবীতে যারা স্মরণীয়-বরণীয় হয়ে আছেন তারা কেউই নিজের বংশ পরিচয়ের জন্য স্মরনীয় হননি। বরং তদের সৎ কর্মের দ্বারা, ভালো কাজের দ্বারাই তারা স্মরণীয় হয়েছেন।

দুনিয়াতে এমন অনেক মানুষ আছেন বা ছিলেন যারা অনেক ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তারা জীবনে কোনো ভালো কাজ করেননি, মহৎ কাজ করেননি যার ফলে তারা স্মরণীয় হতে পারেনি।

আবার দেখা গেছে, কিছু কিছু মানুষ অনেক গরিব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তারা জীবনে সর্বদা ভালো কাজ করে গেছেন, মহৎ কাজ করে গেছেন, অন্যের বিপদে-আপদে সর্বদা পাশে দাড়িয়েছেন। তাই তারা তাদের সৎ কাজের ফলে জীবনে স্মরণীয় হয়ে আছেন।

মানুষ কখনোই নিজের নাম দ্বারা বড় হয়না, বরং মানুষ নিজেই তার সৎ কর্মের দ্বারা নিজে বড় হয়। তাই আমাদের সকলের উচিত নিজের নাম নিয়ে বড়াই না করে পরিশ্রম করা, সৎ কর্ম করা, অন্যদেরকে সর্বদা সাহায্য-সহযোগিতা করা। তাহলেই কেবল জীবনে বড় হওয়া সম্ভব। উন্নতি করা সম্ভব। স্মরণীয়-বরণীয় হওয়া সম্ভব।

11
$ 0.03
$ 0.03 from @TheRandomRewarder
Sponsors of EYERISH687
empty
empty
empty
Avatar for EYERISH687
4 years ago

Comments

Ha ata ami o mone pran a bissas kore je nam kokhono kawke boro safollar dika tana niya jete pare na manuskai nam ka boro korte hoi nijadar kaj ar maddome

$ 0.00
4 years ago

Hum ekebare thik bolesen appi. Nam kokhonoi manush ke boro korte parena. Borong manush nijei tar nam ke boro kore tole.

$ 0.00
4 years ago

হ্যাঁ এটাই সত্য আপনার মতামতটি আমি একমত। এটা আমাদের সবারই বোঝা উচিত যে এটাই সঠিক পথ সঠিক কিছু করার পথ তাই সঠিক কিছু করলেই সঠিকভাবে নাম উজ্জ্বল হবে। আর্টিকেলটি পড়ে সবাই হয়তো এই জ্ঞান ধারণ করবে।

$ 0.00
4 years ago

Hum thik tai. Amader sokoler uchit nam ba bongsho porichoy er upor nirvor na kore nijer mohot kormo dara nijer nam ke boro kore tola.

$ 0.00
4 years ago

Ji

$ 0.00
4 years ago

Hum

$ 0.00
4 years ago

আপনি একদম ঠিক বলেছেন আপনার সাথে আমি একমত। ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য আমার অনেক ভালো লেগেছে।

$ 0.00
4 years ago

এই কথাটি আসলে অনেক একটি সত্য কথা এবং বাস্তব কথা। যে নাম মানুষকে বড় করে না বড় করে তার কর্ম। তাই সঠিক ভাবে পরিশ্রম এবং সঠিক পথে চললে মানুষের নাম এমনি সবাই স্মরণ করে রাখে। কারণ ভালো কাজের মহত্ব সবাই মনে রাখে। আপনার গল্পটি অনেক শিক্ষামূলক আপু। খুবই ভালো লেগেছে আপনার এই গল্পটি।এটা গল্প না এটা সত্যি কথা যে কর্ম সবথেকে বড় জিনিস আরজে সঠিকভাবে কর্ম করে তার নাম কখনো কেউ ভুলে না। তাই নাম উজ্জ্বল করতে হলে অবশ্যই তাকে উজ্জ্বল হতে হবে।

$ 0.00
4 years ago

Hum thik bolesen vaiya. Jonmo theke ashole kew e protisthito hoye ashe na. Borong boro howar por nijer porishom, kothin shadhona, mohot kajer folei manush nijer nam ke boro kore tole.

$ 0.00
4 years ago

বড় যদি হতো চাও ছোট হও আগে। নামে কখনো কিছু যাই আসেনা।তবে তার চরিএ গুণে মানুষ চিনবে।

$ 0.00
4 years ago

মানুষ বাঁচে তার কর্মের মাধ্যমে। যার কর্ম ভালো তাকে মানুষ সম্মান করে। আর ভালো কাজ করার ফলে সে মরার পরেও মানুষের আত্মার ভিতরে জীবিত থাকে।

$ 0.00
4 years ago

I'll be asking again for translation. Hehehhe. Am curious😅

$ 0.00
4 years ago

মানুষ তার কাজের মাধ্যমেই বড় হয়, মানুষের কাছে সমাদৃত হয়। মানুষ কখনো তার নামের দ্বারা বিশ্ব সেরা হতে পারে না। তাই আমাদের সবসময় ভালো কাজ করতে হবে যাতে আমরা আমাদের কাজের দ্বারা সর্বত্র সমাদৃত হতে পারি।

$ 0.00
4 years ago

লেখাগুলো সত্যি অনেক সুন্দর হয়েছে এবং অনেক কিছু শেখার আছে। আশা করি আমরা সবাই এই পোস্ট থেকে অনেক কিছুই জানতে এবং শিখতে পেরেছি।

$ 0.00
4 years ago

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে এতো কষ্ট করে আমার লেখা এই আর্টিকেলটি সময় নিয়ে পড়ার জন্য এবং আপনার মূল্যবান মতামত প্রকাশের জন্য।

$ 0.00
4 years ago