কলিজা ভুনা

32 43

উপকরণসমূহ :

  • গরু বা খাসির কলিজা - ৮০০ গ্রাম।

  • আদা বাটা - ২ চা চামচ।

  • রসুন বাটা - ২ চা চামচ।

  • পেয়াজ বাটা - ২ চা চামচ।

  • হলুদ গুড়া - দেড় চা চামচ।

  • মরিচ গুড়া - দেড় চা চামচ।

  • গরম মসলা গুড়া - ২ চা চামচ।

  • টকদই - আধা কাপ।

  • ক্রিম - ১ টেবিল চামচ।

  • টমেটো সস - আধা কাপ।

  • স্বাদে ম্যাজিক - ১ প্যাকেট।

  • টেস্টিং সল্ট - ২ চা চামচ।

  • চিনি - স্বাদমতো।

  • লবণ - পরিমানমতো।

  • তেল - পরিমাণমতো।

  • গরম মসলা - ২ টি।

  • দারুচিনি - ২-৩ টি।

প্রস্তুতপ্রণালী :

প্রথমে কলিজাগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে। কাটা হয়ে গেলে ভালো করে ধুয়ে নিতে হবে।

তারপর সামান্য টকদই আর লেবুর রস দিয়ে কলিজাগুলোকে মেরিনেট করে রাখতে হবে প্রায় ১ ঘন্টা।

এবার গ্যাসে একটা প্যান বসাতে হবে। তাতে পরিমানমতো তেল দিতে হবে। তেল কিছুটা গরম হলে তাতে গরম মসলা, তেজপাতা ও দারুচিনি দিতে হবে। দিয়ে কিছুক্ষন নাড়াচাড়া করতে হবে।

কিছুক্ষন এভাবে নাড়াচাড়া করার পর তাতে পেয়াজ বাটা, আদা, বাটা, রসুন বাটা, হলুদ গুড়া, মরিচ গুড়া, গরম মসলা গুড়া দিয়ে ভালো করে নাড়তে হবে। তারপর পানি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। প্রয়োজনে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে।

তারপর ঢাকনা খুলে তাতে মেরিনেট করা ককিজাগুলো দিয়ে দিতে হবে। একটু নেড়ে তাতে আরো কিছুটা পানি দিয়ে নেড়েচেড়ে আবার কিছুক্ষন কষিয়ে নিতে হবে।

তারপর প্রায় ২৫-৩০ মিনিট রান্না করার পর ঢাকনা খুলে তাতে স্বাদে ম্যাজিক, লবণ, টেস্টিং সল্ট, টমেটো সস, সামান্য চিনি, টকদই দিয়ে আবার রান্না করতে হবে প্রায় ৫-৭ মিনিট।

তারপর যখন দেখা যাবে যে আঠালো হয়ে এসেছে তখন এতে ক্রিম দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ২-৩ মিনিট রেখে চুলা বন্ধ করে দিতে হবে।

এবার একটা সুন্দর সার্ভিং ডিশে ঢেলে ইচ্ছেমতো সাজিয়ে পরিবেশন করুন গরম গরম কলিজা ভুনা।

14
$ 0.12
$ 0.12 from @TheRandomRewarder
Sponsors of EYERISH687
empty
empty
empty

Comments

কলিজা ভুনা আমার খুব পচ্ছন্দের খাবার। বাসাই আজকেই রান্না করেছেন আম্মি।

$ 0.00
4 years ago

আমি বাসায় প্রায় সময় এই রেসিপিটি ট্রাই করি। আমার অনেক ভালো লাগে খেতে। বিশেষ করে রুটি কিংবা পরোটার সাথে জমে যায়।

$ 0.00
4 years ago

এটা অনেক মজাদার একটি খাবার। আমারও খুব পছন্দের একটি খাবার এটি😊😁😋

$ 0.00
4 years ago

হ্যাঁ, আমার মনে হয় এমন মানুষ খুব কমই আছে যে বা যারা কলিজা ভুনা পছন্দ করেনা। মোটামুটি সবাই কলিজা ভুনা বেশ পছন্দ করে।

$ 0.00
4 years ago

চালের রুটি আর কলিজা ভুনা। বুঝ জ্ঞান হবার পর কিছু ভালো লেগে থাকলে তা হলো কলিজার ভুনা সাথে চালের রুটি। কোরবানীর ঈদে মাস্ট খাওয়া লাগবে এটা। নাইলে কোরবান আর কিসের কোরবান। 😍 জ্বীভে পানি চলে আসছে রেসিপি পড়েই।

$ 0.00
4 years ago

হাহাহা... অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার রেসিপি মনযোগ দিয়ে পড়ার জন্য এবং পছন্দ করার জন্য। চালের রুটির সাথে কলিজা ভুনা জমে যাবে।

$ 0.00
4 years ago

জমে যাবেনা। এটাই খাওয়ার রীতি করা দরকার। এর চেয়ে সুস্বাদু কিছু আছে কী? এরপর সাথে যদি গরুর খোরমা দিয়ে চালের রুটি পরটা আর নান রুটি ৩টা থেকে একটা একটা অথবা যেকোন একটা দিয়ে খোরমা সাথে কলিজা ভুনা। সব সময় না হোক, কোরবানে মাস্ট খাইতেই হবে। নাইলে পাপ হবে পাপ। অনেক বড়ো পাপ।

$ 0.00
4 years ago

হাহাহা... অনেক সুন্দর করে কথা বলেনতো আপনি ? কিন্তু হ্যাঁ, আপনার কথাগুলায় যথেষ্ট যুক্তি রয়েছে।

$ 0.00
4 years ago

কলিজা আমার প্রিয় খাবার। কলিজা ভুনা রেসিপিটা একটি অসাধারণ মজাদার রেসিপি। আমি গরুর কলিজা ভুনা খেতে ভালোবাসি।

$ 0.00
4 years ago

হ্যাঁ, গরুর কলিজা ভুনা আমারও অনেক প্রিয় খাবার। তবে খাসির কলিজা ভুনাও আমার অনেক ভালো লাগে খেতে।

$ 0.00
4 years ago

কলিজা আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটি খাবার।এটি একটি লৌহ জাতীয় খাবার।

$ 0.00
4 years ago

ঠিক বলেছেন আপু৷ কলিজা খেতেও যেমন মজাদার তেমন আমাদের শরীরের জন্য ও অনেক বেশি উপকারী।

$ 0.00
4 years ago

শুনেছি এটা খুব টেস্টি খাবার কিন্তু আমি খাইতে পারিনা গন্ধটা আমার খুব খারাপ লাগে

$ 0.00
4 years ago

Wow...looking so yummy! I wish I also could make this.

$ 0.00
4 years ago

Yes dear. This is very yummy dish and the receipe is so easy to make. You can try this receipe at home easily.

$ 0.00
4 years ago

ক্ষিদে বেড়ে গেলো খাবার গুলো দেখে

$ 0.00
4 years ago

হুম, সেটাই স্বাভাবিক। রেসিপি তো আমি দিয়েই দিয়েছি এখানে। রেসিপি দেখে দেখে বাসায় বানায় ফেলবেন। তাহলেই তো হয়।

$ 0.00
4 years ago

কোরবানি টা আসুক। তখন

$ 0.00
4 years ago

হাহাহা..... ঠিক আছে ভাইয়া।

$ 0.00
4 years ago

খুব ভাল একটা রেসিপি

$ 0.00
4 years ago

ধন্যবাদ আপু তোমাকে।

$ 0.00
4 years ago