কাঁচ কলার টিকিয়া

27 36
Avatar for EYERISH687
4 years ago

উপকরণসমূহ :

  • কাঁচ কলা - ৭/৮ পিছ।

  • পেয়াজ কুচি - ১ কাপ।

  • আদা বাটা - ২ চা চামচ।

  • রসুন বাটা - ২ চা চামচ।

  • হলুদ গুড়া - ২ চা চামচ।

  • লাল মরিচ গুড়া - ৩ চা চামচ।

  • গরম মসলা গুড়া - আধা চা চামচ।

  • জিরা গুড়া - আধা চা চামচ।

  • কাবাব মসলা - ২ চা চামচ।

  • লেবুর রস - ১ চা চামচ।

  • ডিম - ১ টি।

  • কাচা মরিচ কুচি - ১ চা চামচ।

  • ধনে পাতা কুচি - ২ চা চামচ।

  • ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুড়া - ২ কাপ।

  • চিনি - স্বাদমতো।

  • লবণ - স্বাদ অনুযায়ী।

  • স্বাদে ম্যাজিক - ১ প্যাকেট।

  • টেস্টিং সল্ট - ২ চা চামচ।

  • টমেটো সস - ২ টেবিল চামচ।

  • সয়া সস - আধা চা চামচ।

  • সয়াবিন তেল - পরিমাণমতো।

প্রস্তুতপ্রণালী :

প্রথমে কলাগুলো পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে করে কোনোরকম কোনো ময়লা না থাকে। ধুয়ে নেওয়ার পর একটা বড় বাটিতে তুলে রাখতে হবে।

এবার গ্যাসে একটা প্যান বসাতে হবে। প্যানে পরিমানমতো পানি দিতে হবে আর কলাগুলো দিয়ে মিডিয়াম আচে সেদ্ধ করে নিতে হবে৷ সেদ্ধ করা হয়ে গেলে চুলা অফ করে দিতে হবে এবং একটা বাটিতে নামিয়ে নিতে হবে।

নামিয়ে নেওয়ার পর কলাগুলো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর কলার খোসা ছাড়িয়ে নিতে হবে৷ খোসা ছাড়ানো হয়ে গেলে একটা বাটিতে কলাগুলো নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে।

ম্যাশ করে নেওয়ার পর তাতে পেয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুড়া, লাল মরিচ গুড়া, গরম মসলা গুড়া, জিরা গুড়া, কাবাব মসলা, স্বাদে ম্যাজিক, টেস্টিং সল্ট, টমেটো সস, সয়া সস, লবণ, চিনি, লেবুর রস, কাচা মরিচ কুচি, ধনে পাতা কুচি সমস্ত উপকরণ একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

মিশিয়ে নেওয়ার পর একটু একটু করে নিয়ে হাতের তালুর মাধ্যমে চ্যাপ্টা করে কাবাব এর শেইপে গড়ে নিতে হবে। একটা বাটিতে ডিম ভেঙে ফিটে নিতে হবে। অন্য একটা বাটিতে ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুড়া নিতে হবে।

এবার কাবাবগুলো প্রথমে ডিমে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুড়ায় কোট করে নিতে হবে ভালো করে। আর একটা প্লেইন প্লেটে রেখে দিতে হবে।

এখন গ্যাসে একটা প্যান বসাতে হবে। প্যানে পরিমানমতো তেল দিতে হবে। তেল কিছুটা গরম হলে তাতে কাবাবগুলো দিয়ে দিতে হবে এবং মিডিয়াম আচে আস্তে আস্তে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে চুলা বন্ধ করে দিতে হবে আর নামিয়ে নিতে হবে।

এবার একটা সুন্দর সার্ভিং ডিশে ঢেলে টমেটো সস দিয়ে ইচ্ছেমতো সাজিয়ে পরিবেশন করুন গরম গরম মজাদার কাঁচ কলার টিকিয়া।

Sponsors of EYERISH687
empty
empty
empty

12
$ 0.09
$ 0.09 from @TheRandomRewarder
Sponsors of EYERISH687
empty
empty
empty
Avatar for EYERISH687
4 years ago

Comments

I love those two last one. They look like small patties I might try making some bite size burger

$ 0.00
4 years ago

Many thanks to you my dear sis 🥰

$ 0.00
4 years ago

কাঁচকলার টিকিয়া এটা খুবই একটি সুস্বাদু খাবার। এই খাবারটা মেঘের কখনো খাইনি আপু আমি অবশ্যই বাড়ি এই খাবারটি বানানোর চেষ্টা করব। এটা দেখে অনেক লোভনীয় লাগবে আমার। অবশ্যই আমি এটা বানিয়ে খাবো। আশা করি আপনার এই রেসিপিটি সকলেই পছন্দ করবে। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ‌

$ 0.00
4 years ago

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে কাঁচ কলার টিকিয়ার রেসিপিটি পড়ার জন্য এবং এতোটা পছন্দ করার জন্য। আশা করি আপনি বাসায় ট্রাই করবেন।

$ 0.00
4 years ago

কাঁচকলা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এটি আমাদের পুষ্টি বর্ধনেও সহায়ক।ধন্যবাদ এই অসাধারণ রেসিপিটি শেয়ার করার জন্য

$ 0.00
4 years ago

হ্যাঁ, ঠিক তাই আপু৷ কাঁচকলা আমাদের শরীরের জন্য যেমন উপকারী ঠিক তেমনিভাবে খেতেও ভীষণ মজাদার। আর কাঁচকলার কাবাব অনেক সুস্বাদু খাবার।

$ 0.00
4 years ago

কাঁচকলার টিকিয়া এটা খুবই একটি সুস্বাদু খাবার। এই খাবারটা মেঘের কখনো খাইনি আপু আমি অবশ্যই বাড়ি এই খাবারটি বানানোর চেষ্টা করব।

$ 0.00
4 years ago

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। আশা করি আপনার ভালো লেগেছে।

$ 0.00
4 years ago

Amar ai khabarta khub priyo. Onakbar baniyachi ami ai recipe.

$ 0.00
4 years ago

Dhonnobad apu apnake eto sundor ekta comment korar jonno. Kach kolar tikia amaro onek beshi pochonder ekta khabar 😋

$ 0.00
4 years ago

অসাধারণ রেসিপি। কাচা কলা দিয়ে এই রকম রেসিপি হয় নতুন শুনলাম

$ 0.00
4 years ago

এটা তো আগেও কেউ শেয়ার করেছে সম্ভবত?

$ 0.00
4 years ago

হয়তো করেছে, আমি ঠিক জানিনা ভাইয়া। কিন্তু এতোটুকু বলতে পারি, আমার রেসিপির সাথে কখনোই মিলবে না, কেনোনা আমি সব রেসিপি আমার নিজের মতো করে শেয়ার করি, তাই মিলে যাওয়ার প্রশ্নই উঠেনা। ধন্যবাদ ভাইয়া 😀

$ 0.00
4 years ago

রেসিপির প্রনালী মনে নেই তবে এই রেসিপিটাই শেয়ার করেছে। যাই হোক করতেই পারে। দৈবিক ব্যাপার মিলে গেলে।

$ 0.00
4 years ago

এমন ধরনের রেসিপি হয় আমার কখনো জানাই ছিল না। রেসিপিটা পড়ে মনে হল অনেক সুস্বাদু হবে খাবারটা। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য।

$ 0.00
4 years ago

I subscribed you .Please subscribe me.

$ 0.00
4 years ago