হোয়াইট পাস্তা

24 27
Avatar for EYERISH687
3 years ago

উপকরণসমূহ :

  • পাস্তা - ১ প্যাকেট।

  • চিকেন কিমা - ২ কাপ।

  • ময়দা - ১ কাপ।

  • দুধ - ২ কাপ।

  • বাটার - ২ টেবিল চামচ।

  • ফ্রেশ ক্রিম - আধা কাপ।

  • রেড বেলপেপার কুচি - আধা কাপ।

  • ইয়েলো বেলপেপার কুচি - আধা কাপ।

  • গ্রিন বেলপেপার কুচি - আধা কাপ।

  • গাজর কুচি - আধা কাপ।

  • মটরশুঁটি - আধা কাপ।

  • আলু কুচি - আধা কাপ।

  • টমেটো সস - ১ কাপ৷

  • স্বাদে ম্যাজিক - ১ প্যাকেট।

  • টেস্টিং সল্ট - ৩ চা চামচ।

  • লবণ - পরিমানমতো।

  • চিনি - স্বাদ অনুযায়ী।

  • সয়াবিন তেল - পরিমাণমতো।

প্রস্তুতপ্রণালী :

প্রথমে গ্যাসে একটা প্যান বসাতে হবে। তাতে পরিমানমতো পানি দিয়ে তাতে সামান্য পরিমান সয়াবিন তেল দিয়ে একটু গরম হলে তাতে পাস্তাগুলো দিয়ে দিতে হবে এবং খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে৷ সেদ্ধ করা হয়ে গেলে চুলা অফ করে নামিয়ে নিতে হবে।

এবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে ভালো করে।

এবার গ্যাসে অন্য একটা প্যান বসাতে হবে। প্যানে পরিমানমতো বাটার দিতে হবে। বাটার কিছুটা গরম হলে তাতে পেয়াজ কুচি দিয়ে কিছুক্ষন নাড়তে হবে।

কিছুক্ষন নাড়াচাড়া করার পর তাতে চিকেন কিমাগুলো দিয়ে দিতে হবে। চিকেন কিমাগুলো হাল্কা ভেজে নিয়ে তাতে একে একে গাজর কুচি, রেড বেলপেপার কুচি, ইয়েলো বেলপেপার কুচি, গ্রিন বেলপেপার কুচি, মটরশুঁটি, স্বাদে ম্যাজিক, লবণ, টেস্টিং সল্ট, সামান্য চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

মিশিয়ে নেওয়ার পর তাতে দুধ, ফ্রেশ ক্রিম, বাটার, ময়দা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে বেশ কিছুক্ষন। ঘন হয়ে এলে ঢাকনা খুলে দিতে হবে।

এবার ঢাকনা খোলার পর তাতে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিতে হবে এবং বেশ কিছুক্ষন নাড়াচাড়া করে রান্না করতে হবে। এখন তাতে টমেটো ক্যাচাপ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে প্রায় ৮/৯ মিনিট রেখে চুলা বন্ধ করে নামিয়ে নিতে হবে।

এরপর একটা সুন্দর সার্ভিং ডিশে ঢেলে ইচ্ছেমতো সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু ও মজাদার হোয়াইট পাস্তা।

Sponsors of EYERISH687
empty
empty
empty

6
$ 0.12
$ 0.12 from @TheRandomRewarder
Sponsors of EYERISH687
empty
empty
empty
Avatar for EYERISH687
3 years ago

Comments

অসাধারণ একটি রেসিপি। রেসিপি দেখে মুখে জল চলে আসলো।এই খাবার আমার কাছে খুব প্রিয়

$ 0.00
3 years ago

ধন্যবাদ ভাইয়া। হোয়াইট পাস্তা আমাদের দেশে বেশ জনপ্রিয় একটা খাবার। সকলেই এই খাবারটি অনেক বেশি পছন্দ করে।

$ 0.00
3 years ago

Made me hungry again😅

$ 0.00
3 years ago

Oh really ??? Haha that's great.

$ 0.00
3 years ago

Awesome!i will try it Asap

$ 0.00
3 years ago

Thank you very much my dear. Hope you like it.

$ 0.00
3 years ago

Waaah looks so delicious dear 😍

$ 0.00
3 years ago

Many many thanks to you my dear friend.

$ 0.00
3 years ago

Alway welcome😊

$ 0.00
3 years ago

Yeap 🥰🥰🥰

$ 0.00
3 years ago

পাস্তা আমার জীবনে খুবই কম খাওয়া হয়েছে। অসাধারণ একটি খাবার বলা যেতে পারে। বিকেলের নাস্তায় বা বন্ধুদের সাথে ঘুরতে গেলে এইটা বেশি খাওয়া হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই রেসিপি শেয়ার করার জন্য। জিভে জল আসার মত এইটি। আশা করি সামনে আরো সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ

$ 0.00
3 years ago

হ্যাঁ ঠিক বলেছেন ভাইয়া। হোয়াইট পাস্তা আসলেই অসাধারণ একটা খাবার। হোয়াইট পাস্তা পছন্দ করেনা এমন মানুষ আমি খুব কমই দেখেছি।

$ 0.00
3 years ago

হুম ঠিক বলেছেন খুব কম মানুষই আছে যারা এটি পছন্দ করেনা আসলে তারা এটি সম্পর্কে জানে না তাই হয়তো পছন্দ করেনা। তারা এটি একবার মুখে দিলে খাওয়ার জন্য পাগল হয়ে যাবে যদি একবার খায় কখনো।

$ 0.00
3 years ago

হুম সেটাই। হোয়াইট পাস্তা আমাদের দেশে খুব একটা জনপ্রিয় হয়ে উঠেনি এখনো। তাই অনেকেই চেনেননা বা জানেননা৷

$ 0.00
3 years ago

হুম আর কিছুদিন গেলে এটি জনপ্রিয় হয়ে যাবে। একদিকে যেমন নতুন তেমন মূল্যটা বেশি হওয়ায় সহজে কেউ বানাতে বা খেতে চায়না।

$ 0.00
3 years ago

হুম আপনি একেবারে ঠিক বলেছেন ভাইয়া।

$ 0.00
3 years ago

হুম শোকরিয়া আপনাকে আপু।

$ 0.00
3 years ago

😃😃😃

$ 0.00
3 years ago

পাস্তা আমার অনেক অনেক ভালো লাগে। খুবই মজার একটি নাস্তা। এইটা সাধারণত বিকাল বা সন্ধ্যা হওয়ার পর খাওয়া হতো 😋😋 এইটার সামনেতো নুডলসও হার মানবে 😇😇

$ 0.00
3 years ago

হুম, পাস্তা আমাদের সকলেরই অনেক বেশি পছন্দের একটা খাবার। ছোট-বড় সকলেই পাস্তা অনেক বেশি পছন্দ করে খেতে। আর হোয়াইট পাস্তা অনেক টেস্টি খাবার।

$ 0.00
3 years ago